৯০ মিনিটেই খেলা শেষ করার হুঙ্কার সবুজ-মেরুণ অধিনায়কের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পর পর ৮ টি ডার্বি জয়। এমন অনন্য নজির গড়া এটিকে মোহনবাগান দলের অন্যতম প্রধান সদস্য তথা দলের অধিনায়ক প্রীতম কোটাল ডার্বির কথা ইতিমধ্যেই ভুলে গিয়েছেন। শনিবার আইএসএলের প্লে অফের ম্যাচ। আর সেই ম্যাচই এখন প্রীতমের কাছে ডার্বির দিয়েও বড় ম্যাচ। প্লে অফে নিজেদের ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারাতে পারলেই জুয়ান ফেরান্দোর দল পৌছে যাবে সেমিফাইনালে। তাই এই ম্যাচের গুরুত্ব দলের কাছে অপরিসীম, সেই কথাই ম্যাচের আগে বুঝিয়ে দিতে চাইলেন দলের রক্ষণ ভাগের প্রধান স্তম্ভ প্রীতম।
প্রীতম জানিয়েছেন, "শনিবারের ম্যাচটা কিন্তু লিগ ম্যাচ নয়। নক আউট। একটা ম্যাচ হারলে সব শেষ। ফলে ডার্বির চেয়ে ১০ শতাংশ হলেও বেশি দিতে হবে আমাদের। অধিনায়ক হিসাবে ড্রেসিংরুমে এটা বারবার সবাইকে বলেছি। ডার্বি এখন অতীত। আমরা লিগ চ্যাম্পিয়ন হতে পারিনি, আমাদের কিছু ভুলে। কিন্তু এবার শিল্ড জেতার সুযোগ রয়েছে। সেটা কাজে লাগাতে হবে। নব্বই মিনিটেই ম্যাচ শেষ করতে চাই। ডার্বিতে যে ফোকাস নিয়ে সবাই নেমেছিলাম, যে জিততেই হবে, সেই মনোভাব নিয়েই নামতে হবে। নক আউটে সামান্য একটা ভুলেই অঘটন ঘটে যায়। তাই সতর্ক থাকতে হবে। শেষ দুটি ম্যাচে আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। পুরো দলই খেলেছে। সবথেকে বড় কথা সঠিক সময় চোট-আঘাত মুক্ত হয়ে পুরো দল পেয়েছি।"
এর সাথে প্রীতম প্রতিপক্ষ ওড়িশা এফসির প্রশংসা করে বলেছেন, "কোনও দলের সঙ্গে তুলনায় যেতে চাই না। তবে ওড়িশা যথেষ্ট শক্তিশালী দল। ডান দিক থেকে ওঁরা আক্রমণটা তোলে। বক্সের আশেপাশে স্ট্রাইকার মোরিসিও কিন্তু ভয়ঙ্কর। চকিতে টার্ন করে গোল মারে। এভাবেই অনেক গোল পেয়েছে ওড়িশা। ওকে কিছুতেই বক্সের আশেপাশে ঘুরতে দেওয়া যাবে না। এখন সেমিফাইনাল বা ফাইনাল নিয়ে ভাবছি না। ওড়িশাকে হারানোর পর সেমিফাইনাল নিয়ে ভাবব। ম্যাচ ধরে ধরে এগোলে সাফল্য বেশি আসে।"