দক্ষিণ কোরিয়াকে সমঝে চলছে ব্রাজিল, জেসুসকে নিয়ে প্রশ্নে ক্ষিপ্ত টিটে

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতার : সোমবার বিশ্বকাপের শেষ ষোলো পর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। এবং যদিও দক্ষিণ কোরিয়া দলটি ধারে-ভারে অনেকটাই পিছিয়ে, তবে প্রতিপক্ষদের সমীহই করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ব্রাজিল হেড কোচ টিটে, সহকারী কোচ সেজার সাম্পাইও এবং অধিনায়ক থিয়াগো সিলভা।
প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে নিয়ে থিয়াগো সিলভা বলেছেন, "ওরা প্রচন্ড আক্রমণাত্মক একটি দল। ওদের থামাতে হবে। ওদের মাঝমাঠ খুব গতিশীল। গত ম্যাচে ওদের দ্বিতীয় গোলটি দেখলে বোঝা যাবে, ওরা কাউন্টার অ্যাটাকে কতটা শক্তিশালী। খুব সতর্ক থাকতে হবে। ওদের সন এবং লি সহ নাম্বার ৬ ও নাম্বার ৯ খুবই টেকনিকাল খেলোয়াড়। সেটি নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি।"
এদিকে ব্রাজিল হেড কোচ টিটে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাদের কাজটি একেবারেই সহজ হবে না। তিনি বলেছেন, "এখন আমরা কোরিয়াকে নিয়েই ভাবছি। আমরা আগে থেকে ভাবি না যে আমরা এই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পারব। আমরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের প্রস্তুত রাখি। সেটাই আমাদের লক্ষ্য।"
তবে গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে যে গুঞ্জন ও জল্পনা রয়েছে, যেখানে বলা হচ্ছে আর্সেনালে আনফিট থাকা সত্ত্বেও তাকে খেলানো হয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে টিটে বলেছেন, "আমি মিথ্যা শুনতে চাই না। এসব অন্যায় মিথ্যাচার। এগুলি তারাই ছড়াচ্ছে যারা অপরের ক্ষতি চায়। আমরা খেলোয়াড়দের ঝুঁকিতে রেখে ম্যাচ জেতার জন্য যাই না। আমার সেই মিথ্যাচারীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, ভুল খবর দেওয়া বন্ধ করুন।"
প্রথম থেকেই এই ব্রাজিল দলে চোট-আঘাতের প্রকোপ রয়েছেই। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স টেলেস। এই নিয়ে টিটে বলেছেন, "কোনও নতুন কিছুর সাথে মানাতে গেলে কিছু সমস্যা হবেই। আমাদের এমন খেলোয়াড়দের নিয়ে ভাবতে হয় যারা অনেক বেশি ভার্সিটাইল, বিশেষ করে ডিফেন্সগত দিক থেকে। যাতে কোনও সমস্যা হলে সেটিকে মেটানো যায়, যেটা এখন হচ্ছে। যেমন আমাদের দুই লেফট ব্যাক।অ্যালেক্স সান্দ্রো ও অ্যালেক্স টেলেস সমস্যায় রয়েছেন।।সেখানে আমাদের পরিবর্তন আনতে হবে। এদিকে ডানদিকে প্রয়োজনে ড্যানিলো, কিংবা ফাবিনহো, কিংবা ক্যাসেমিরোকেও ব্যবহার করতে পারি।"