ইতিহাস! পর্তুগালকে জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়স ৩৬ হলে কি হয়েছে! আজও তার শারীরিক সক্ষমতা এবং মনোবল যেন ২৬ বছরের ফুটবলারদের মাত দিয়ে দেবে। সম্প্রতি ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর রেড ডেভিলস তথা ক্রিশ্চিয়ানো ভক্তদের আশ্বস্ত করতে, দেশের হয়েও নিজের ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন রোনাল্ডো। আর তা করেই গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড।
বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ২-১ গোলে জেতে পর্তুগাল। প্রথমার্ধের শেষে গোল করে এগিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর ৮৯ মিনিটে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো, আর ইঞ্জুরি টাইমে হেড করে দেশকে জিতিয়ে ফেরেন রোনাল্ডো। হ্যাটট্রিকও করতে পারতেন, যদি না প্রথমার্ধে তার পেনাল্টি সেভ না দিতেন তরুণ গোলকিপার গ্যাভিন বাজুনু।
আর এর জেরে ইরানের আলি দায়ির ১০৯ গোলের রেকর্ডকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে ১১১ গোল করে শীর্ষস্থানে রয়েছেন তিনি। এছাড়া ইউরোপিয়ান ফুটবলে সের্জিও র্যামোসের ১৮০ ম্যাচ খেলার রেকর্ডের সমতায় আসেন রোনাল্ডো।
বর্তমানে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এতে শীর্ষস্থানে রয়েছে পর্তুগাল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পর্তুগাল, যদিও দ্বিতীয় স্থানে থাকা সার্বিয়া এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে।