বেঞ্চে থেকেই শুরু করুন রোনাল্ডো! দাবি খোদ পর্তুগিজ মানুষদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপে বেশ ভালো পারফর্ম করছে পর্তুগাল দল। গ্রুপ পর্বে ঘানা ও উরুগুয়েকে হারায়, যদিও দ্বিতীয় দল নামিয়ে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে পর্তুগাল। তবে এই তিন ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফর্মেন্স তেমন আহামরি ছিল না।
কেবল ঘানার বিরুদ্ধে একটি পেনাল্টিতে গোল করেন রোনাল্ডো। আর এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ৩৭ বছরের মহাতারকার ফিটনেস ও স্কিল আগের মত নেই। যদিও রোনাল্ডোর উপরেই ভরসা রয়েছে পর্তুগাল দলের।
এই পরিস্থিতিতে এবার একটি বিশেষ সমীক্ষা প্রকাশ করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা। সেখানে সমীক্ষা করা হয় যেখানে পাঠকদের কাছে জিজ্ঞেস করা হয় যে ক্রিশ্চিয়ানোর কি সুইজারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলো ম্যাচে কি শুরু করা উচিত?
সেখানে দেখা গিয়েছে, কেবল ৩০ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে রোনাল্ডো শুরু করবেন এই ম্যাচে। এদিকে ৭০ শতাংশ মানুষ মনে করছেন, বেঞ্চে থেকেই শুরু করা উচিত পর্তুগিজ মহাতারকার।
এই পরিস্থিতিতে প্রশ্ন, তাহলে কি রোনাল্ডোর উপর ভরসা হারাচ্ছেন খোদ পর্তুগিজ মানুষেরাই। তবে এই ভরসা ফিরিয়ে আনতে হবে খোদ রোনাল্ডোকে, আর তার জন্য দুর্দান্ত পারফর্ম করতে হবে সুইসদের বিরুদ্ধে।