হাঙ্গেরির জেদকে নষ্ট করল পর্তুগালের ১০ মিনিটের ঝড়, আবারও ইতিহাস রোনাল্ডোর

হাঙ্গেরি - ০
পর্তুগাল - ৩ (রাফায়েল গুইরেরো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - ২)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ অফ ডেথ হিসেবে পরিচিত গ্রুপ এফ এ তুলনামূলক দূর্বল দল হাঙ্গেরির বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া ছিল পর্তুগাল। কিন্তু টুর্নামেন্টের অন্যতম ফেভারিটের বিরুদ্ধে ৮২ মিনিট অবধি দুর্দান্ত ফুটবল খেলে এসেছে হাঙ্গেরি। কিন্তু শেষ ১০ মিনিটের ঝড়ে পর্তুগাল তিন পয়েন্ট ছিনিয়ে নিল।
শুরু থেকেই আক্রমণে ছিল পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যুগলবন্দী বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা ভেস্তে যায়। অন্যদিকে হাঙ্গেরি পুরো ডিফেন্স না করলেও কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলছিল। হাঙ্গেরির রোলান্ড সালাই বেশ নজর কেড়েছিলেন।
এক সময় মনে হচ্ছিল, এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে যাবে হাঙ্গেরি। কিন্তু ৮৪ মিনিটে কার্যত দূর্ভাগ্যের জোরে গোল খেল তারা। রাফা সিলভার ক্রস পান রাফায়েল গুইরেরো, এরপর শট মারলে তা হাঙ্গেরির ডিফেন্ডার ওরবানের পায়ে লেগে ঢুকে যায়। এরপর যেন হিংস্র বাঘের মত ঝাঁপায় পর্তুগাল।
৮৬ মিনিটে রাফা সিলভাকে বক্সে ফাউল করেন ওরবান, পেনাল্টি পায় পর্তুগাল। আর স্বভাবোচিতভাবে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অধিনায়ক ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। এরপর অতিরিক্ত সময়ে রাফা সিলভার সাথে ওয়ান-টু খেলে জায়গা তৈরি করে গোলকিপার গুলাচিকে টপকে গোল করেন সিআর সেভেন।
আর এই জয়ের জেরে বেশ ভালো জায়গায় থাকবে পর্তুগাল, অন্যদিকে এত কাছে এসেও ম্যাচ হাতছাড়া করার আক্ষেপ থাকবে হাঙ্গেরির। আর এই ম্যাচে দুই গোল করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বাধিক গোলস্কোরার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১১টি গোল করে তিনি টপকালেন মিশেল প্লাতিনিকে। এদিকে দেশের হয়ে ১০৬টি গোল করে ফেললেন রোনাল্ডো, আর চার গোল করলে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলস্কোরার হয়ে যাবেন।