এফসি বার্সিলোনা থেকে অ্যাস্টন ভিলায় লোনে গেলেন ফিলিপে কুটিনহো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিপুল চুক্তিতে ২০১৮ সালে লিভারপুল থেকে ১৬০ মিলিয়ন ইউরোতে এফসি বার্সিলোনায় এসেছিলেন ফিলিপে কুটিনহো। তবে সেভাবে পারফর্ম করতে না পারায় ক্লাব থেকে কুটিনহোকে ছাড়ার বার্তা দিয়েছিলেন সমর্থকরা। মূলত বিপুল বেতনের জন্য বেশ ভুগতে হয়েছে বার্সিলোনাকে।
এবার আপাতত কুটিনহোর এই বিপুল বেতনের ঝামেলা থেকে রক্ষা পাবে বার্সিলোনা। শুক্রবার এফসি বার্সিলোনার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, মরশুমের শেষ অবধি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় লোনে খেলবেন কুটিনহো।
আর এর জেরে লিভারপুলে পুরোনো সতীর্থ তথা কিংবদন্তি ফুটবলার স্টিভেন জেরার্ডের অধীনে খেলবেন কুটিনহো। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বার্মিংহ্যামে উড়ে যাবেন ২৯ বছরের এই ব্রাজিলিয়ান সুপারস্টার।