পেলের শেষ যাত্রাঃ জানুন কখন, কোথায়, কীভাবে!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ফুটবল জগৎ চিরজীবনের জন্য হারিয়েছে অমূল্য এক রত্ন। ব্রাজিল তথা ফুটবল কিংবদন্তী পেলে কোলন ক্যানসারে ৮২ বছর বয়সে প্রয়াত হন। অনেকদিন ধরেই এই অসম লড়াই লড়ছিলেন। এই লড়াইয়ে তাঁর পাশে ছিলেন তাঁর ছেলে, তাঁর মেয়ে তাঁর গোটা পরিবার এবং বিশ্বজুড়ে তাঁর লাখো অনুগামী। কিন্তু শেষ পর্যন্ত হার মানতেই হয় তিন বারের বিশ্বজয়ীকে।
পেলের অন্তিম কাজ হবে ব্রাজিলের স্যান্টোসে। স্যান্টোসের যে স্টেডিয়ামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সেই স্টেডিয়ামেই কয়েক দশক আগে দাপিয়ে খেলেছিলেন ফুটবল সম্রাট। খবর অনুযায়ী আগামী সোমবার এবং মঙ্গলবার পেলের অন্তিম যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্বজুড়ে পেলের অনুগামিরা পেলেকে শেষ সম্মান জানাতে সাও পাওলোর বাইরে ভিলা বেলমিরো স্টেডিয়ামে যেতে পারবেন।
স্যান্টোস ক্লাবের তরফে জানানো হয়েছে যে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের কফিন সোমবার সকাল বেলাই নিয়ে চলে আসা হবে। তাঁর কফিন রাখা হবে মাঠের ঠিক মাঝখানে। ব্রাজিলীয় সময় সোমবার ১০ টা থেকে সর্ব সাধারণ মানুষ তাঁকে দেখতে পাবেন এবং মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত মানুষের অনুপ্রবেশের অনুমতি থাকবে।
পেলের কফিন স্যান্টোসের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। এবং তাঁর ১০০ বছর বয়সী মা, সেলেস্টের বাড়ির সামনে দিয়েও নিয়া যাওয়া হবে। যদিও সেলেস্টে এখন তাঁর বিছানা ছেড়ে উঠতে পারেন না।
তাঁর সমাধিকরণ হবে স্যান্টোসের সমাধিস্থান মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায়। সেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যরা। স্যান্টোসে পেলের একটি নিজস্ব বাড়ি ছিল। সেখানেই তাঁর বেশিরভাগ জীবনটি কাটিয়েছেন। তবে তাঁর জীবনের শেষ কিছু বছর তিনি কাটিয়েছেন গুয়ারুজা শহরে।