জন্মদিনে মারাদোনার সাথে বিশেষ বন্ধুত্বের কথা স্মরণ করলেন ফুটবলের রাজা পেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের দুই বড় নাম, পেলে ও মারাদোনা। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই কিংবদন্তির মধ্যে সম্পর্ক যে খুব ভালো ছিল, তা বলা যায় না। তবে শেষের দিকে দুই বিশ্বসেরাদের মধ্যে শ্রদ্ধার এক সম্পর্ক তৈরি হয়েছিল। আর সেই নিয়ে মারাদোনার জন্মদিনে স্মরণ করলেন পেলে।
শনিবার দিয়েগো মারাদোনার জন্মদিনে ইনস্টাগ্রামে নিজেদের বন্ধুত্বের কথা শেয়ার করেছেন পেলে। তার ও মারাদোনার ছবি পোস্ট করে পেলে লিখেছেন, "ঈশ্বর এক জিনিয়াসকে এনেছিল। বিশ্ব ওকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আজ দিয়েগোর জন্মদিন। আজকের দিনে, যারাই ফুটবল ভালোবাসে, তারা মনে রাখবে ও বল নিয়ে কি করেছে। আমার কাছে, ব্যক্তিগতভাবে, আমার কাছে সুযোগ রয়েছে স্মরণ করার যে সুন্দর বন্ধুত্ব আমাদের ছিল। এই স্মৃতিগুলি এক বিশেষ উপহার।"
২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে যৌথভাবে পুরষ্কৃত হন পেলে ও মারাদোনা। গত বছরের ২৫ নভেম্বর আর্জেন্টিনায় নিজের বাড়িতে হৃদরোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারাদোনা।