এটিকে মোহনবাগানের খেলা দেখতে আসবেন পল পোগবা? বিশ্বজয়ী ফুটবলার দিলেন বড় ইঙ্গিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগান শুধু ভারতবর্ষের নয়, এশিয়ার অন্যতম বড় দল হিসেবে ক্রমশই উঠে আসছে। দেশের সেরা ফুটবলারদের ক্রমাগত সই করে চলেছে তারা, এবার তারকা বিদেশীদেরও সই করে বিশ্ব ফুটবলে নজর কেড়েছে এটিকে মোহনবাগান। এবং এই ক্লাব নজর কেড়েছে সুপারস্টার ফুটবলার পল পোগবারও।
শুক্রবার বড় চমক দিয়েছে এটিকে মোহনবাগান। গিনির সেন্ট্রাল ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। ফরাসি দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি সোশো থেকে এই ৩১ বছর বয়সী তারকাকে তুলে নিল এটিকে মোহনবাগান।
এবং নামটি শুনে স্বাভাবিক অর্থেই মাথায় এসেছে বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবার নাম। আসলে এই ফ্লোরেন্তিন পোগবা হলেন পলের বড় দাদা। এবং দাদার সাইনিংয়ে আপ্লুত পল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এটিকে মোহনবাগানে আসার খবর শেয়ার করেছেন।
পল পোগবার মত সুপারস্টার ফুটবলার নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষের একটি ক্লাবকে মেনশন করেছেন, যা নিঃসন্দেহে বড় ব্যাপার। দাদা ফ্লোরেন্তিনের সাথে বেশ ভালো সম্পর্ক পোগবার। এবং যা সম্ভাবনা, এটিকে মোহনবাগানের খেলা দেখতে আসতে পারেন পল। কারণ এর আগেও দাদার খেলা দেখতে মাঠে এসেছিলেন পল।
এছাড়াও একবার দুই ভাই ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিল। ২০১৭ সালে উয়েফা ইউরোপা লিগের শেষ ৩২ পর্বে মুখোমুখি হয়েছিলেন তারা। একদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নেমেছিলেন পল, অন্যদিকে সেন্ট এতিয়েনের হয়ে খেলেছিলেন ফ্লোরেন্তিন। সেই ম্যাচে জলাটান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে জিতেছিল ইউনাইটেড।
পলের থেকে প্রায় আড়াই বছরের বড় ফ্লোরেন্তিন। তাদের আরও একটি ভাই রয়েছে, ম্যাথিয়াস পোগবা, যিনিও যমজ। এবং ম্যাথিয়াস পোগবাও একজন ফুটবলার, বর্তমানে ফ্রান্সের অ্যামেচার ক্লাব বেলফোর্টে খেলেন।