বিশ্বকাপের পাশে পাড়া ফুটবলের উন্মাদনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপ শুরু হচ্ছে। বাঙালি বিশ্বকাপ জ্বরে মাতবেই । বাঙালির কাছে ফুটবল মানে হৃদয়ের টান। বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি বাংলা জুড়েও ফুটবলে মাতবেন সাধারণ মানুষ।
পাড়া ফুটবল কার্নিভালের আয়োজন বাংলার ফুটবলের জোয়ারে। রেভ স্পোর্টস আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গেল।
মোট ৪৮ টা দল অংশগ্রহণ করছে এই ফুটবল টুর্নামেন্টে। যার মধ্যে ৩২ টি দল পুরুষদের ১৬ টি দল মহিলা বিভাগে। উভয় গ্রুপের বিজয়ী দলের জন্য তিন লক্ষ টাকার পুরস্কার মূল্য থাকছে।
কলকাতা, বেলঘড়িয়া, ডোমজুড়, কন্নগরে হবে এই ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান। এই টুর্নামেন্টের ডিজিটাল পার্টনার এক্সট্রা টাইম বাংলা। পাড়া ফুটবল কার্নিভাল জুড়ে উৎসবের মেজাজ সর্বত্রই।