ক্লাব-ইনভেস্টরের ঝামেলায় এবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিরোধী গোষ্ঠীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ আসন্ন আইএসএল খেলতে পারবে কিনা এসসি ইস্টবেঙ্গল, সে নিয়ে আশঙ্কা ক্রমেই ঘণীভূত হচ্ছে। ইস্টবেঙ্গল কর্মকর্তারা একদিকে ইনভেস্টর শ্রী সিমেন্টের ফাইনাল এগ্রিমেন্টে সই করতে অনিচ্ছুক, অন্যদিকে শ্রী সিমেন্টও সই না করলে কোনও উদ্যোগই নিচ্ছে না আইএসএল খেলার জন্য।
এই পরিস্থিতিতে লাল-হলুদ কর্মসমিতি বিরোধী গোষ্ঠী এবার শেষ অবধি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চাইছেন। গত বছর মুখ্যমন্ত্রীর সামনেই মৌ চুক্তিতে সই করেছিল ইস্টবেঙ্গল কর্মকর্তারা ও শ্রী সিমেন্টের আধিকারিকরা, এবং স্বয়ং মমতা আশ্বস্ত করেন ইস্টবেঙ্গলের আইএসএল খেলার বিষয়ে।
এবার ক্লাবের এই নয়া সংকটে ফের মুখ্যমন্ত্রীর উপস্থিতি চাইছেন আর সেই কারণে একটি উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গলের বর্তমান কার্যসমিতির বিরোধী গোষ্ঠী যারা একটি ফ্যান ক্লাবকেও নিয়ন্ত্রণ করে। তাদের উদ্যোগে বিভিন্ন উপায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করার একটি কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের একটাই দাবি, যাতে কর্মকর্তারা ফাইনাল এগ্রিমেন্টে মুখ্যমন্ত্রীর চাপে সই করে দেন।
আর এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এই গোষ্ঠী। ছবি ও ভিডিওর মাধ্যমে সেই ফ্যান ক্লাবের মাধ্যমে নিজেদের দাবি জানাচ্ছেন তাঁরা, আর সেই বার্তাগুলি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ফ্যান ক্লাবের কর্তারা। এদিকে কলকাতার কিছু জায়গায় ইস্টবেঙ্গল কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভও করা হয়েছে এই ফ্যান ক্লাব দ্বারা।