ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল জর্ডানের মত প্রভাব ফেলেছেন রোনাল্ডো : ওলে সোল্কজায়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিরুদ্ধে দুইবার পিছিয়ে থেকেও হার বাঁচায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর আবারও এই অনবদ্য কামব্যাক করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি দুই বারই গোল করে ইউনাইটেডকে সমতায় এনেছেন।
আর রোনাল্ডোর এই প্রভাবকে রেড ডেভিলস কোচ ওলে গানার সোল্কজায়ের তুলনা করেছেন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের সাথে। ছয় বারের এনবিএ জয়ী জর্ডান শিকাগো বুলসে যে প্রভাব রেখেছেন, সেই একই প্রভাব ম্যানচেস্টার ইউনাইটেডে রেখেছেন রোনাল্ডোও, এমনই দাবি সোল্কজায়েরের।
ম্যাচের পর সাংবাদিকদের উদ্দেশ্যে সোল্কজায়ের বলেন, "আমাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব ও ভূমিকা রয়েছে। অবশ্যই ক্রিশ্চিয়ানো এই দলের একজন নেতা, কিন্তু উনি কেবল নিজের কাজই করেন, আর তা হল গোল করা। আমরা খুশি নই দুই গোল খেয়ে, কিন্তু ও (রোনাল্ডো০ এমন কিছু মুহুর্ত প্রদান করে এবং আমি নিশ্চিত শিকাগো বুলসও কিছু মনে করেনি মাইকেল জর্ডানকে পেয়ে। কখনও কখনও আপনার কাছে এই ধরণের খেলোয়াড়রা থাকে, আর তাই তারা ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে, তাই তারা শিকাগো বুলস হতে পারে। আপনি এই মুহুর্তগুলি হঠাতই প্রদান করতে পারেন।"
তবে আটালান্টা ম্যাচে তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানের চোট নিয়ে আশঙ্কাজনক আপডেট দিয়েছেন সোল্কজায়ের। তিনি বলছেন, "প্রথম নজরে, মনে হয়েছে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। আমাদের আগামীকাল এই নিয়ে দেখতে হবে। কিন্তু মনে হয়েছে যে ওর হ্যামস্ট্রিং ধরে গিয়েছে। আর সেই কারণে আমরা কোনও ঝুঁকি নিতে চাননি। প্রথম নজরে বিষয়টা ভালো লাগেনি কিন্তু আমরা আগামীকাল ওকে আবারও পর্যালোচনা করব এবং এই নিয়ে প্রার্থনা করছি।"