নতুন নজির গড়ল ওড়িশা এফসি, ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলের সাথে যুগলবন্দীর ঘোষণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী রাজ আটওয়াল ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়ায় ওড়িশা এফসির প্রভূত উন্নতি হয়েছে। ক্লাবের সাথে যুক্ত হয়েছেন কিংবদন্তী ফুটবলার দাভিদ ভিয়া। এই পরিস্থিতিতে এবার ওড়িশা আরও এক বড়সড় যুগলবন্দীতে মাতল।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়াটফোর্ডের সাথে পার্টনারশিপ করল ওড়িশা। তিন বছরের এই আন্তর্জাতিক ক্লাব পার্টনারশিপের মাধ্যমে দুই ক্লাবের ফুটবল ও অ-ফুটবলগত বিষয়ের সামঞ্জস্য ঘটবে। এর ফলে ওয়াটফোর্ডের কোচেরা ওড়িশা এফসির ইউথ সিস্টেমে নজর দেবে এবং ওড়িশার অ্যাকাডেমির কৃতি ফুটবলাররা সুযোগ পাবে ওয়াটফোর্ডের মূল দল কিংবা রিজার্ভ দলের সাথে অনুশীলন করার।
শুধু পুরুষই নয়, মহিলা ফুটবলের উন্নয়নের ওড়িশার সাহায্য করবে ওয়াটফোর্ড। এছাড়া প্রাক মরশুম প্রস্তুতির জন্য ওয়াটফোর্ডে যেতে পারে ওড়িশা এফসি এবং প্রয়োজনে ইংল্যান্ডের ক্লাবগুলির সাথে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থাও করা হবে। মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গ্রাসরুট প্রকল্প এবং সাপোর্ট স্টাফদের উন্নতির বিষয়ে একে অপরকে সাহায্য করবে এই দুই ক্লাব।
এই নিয়ে প্রেসিডেন্ট রাজ আটওয়াল বলেছেন, "আমরা উচ্ছ্বসিত এবং গর্বিত ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়াটফোর্ড এফসির সাথে এমন অনন্য পার্টনারশিপ ঘোষণা করতে পেরে। যেখানে দুটি ক্লাবই নিজেদের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে বাড়াতে পারবে, এই পার্টনারশিপ একটি বিশেষ প্ল্যাটফর্ম দেবে কেবল আমাদের ক্লাবের জন্য সেরা অনুশীলনই নয়, বরং ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য উন্নতি আরও বাড়বে।"