একাধিক ক্লাবের অফার ফিরিয়ে ওড়িশা এফসিতেই থেকে গেলেন জেরি মাওইয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রয়েছিল একাধিক ক্লাবের অফার, যার মধ্যে এগিয়ে ছিল এসসি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স। কিন্তু সকল অফারকে ত্যাগ করে ওড়িশা এফসিতেই থেকে গেলেন তরুণ উইঙ্গার জেরি মাওইয়া। দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করলেন জেরি।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর প্রকাশ করে ওড়িশা এফসি। বুধবার ওড়িশা এফসির সিইও রোহন শর্মার সাথে বসে চুক্তিতে সই করেন জেরি। এবং নিজের ক্লাবে থাকতে পেরে খুশি এই মিজো ফুটবলার।
ওড়িশা এফসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জেরি বলেছেন, "আমি খুবই খুশি যে আমি ওড়িশা এফসির হয়ে খেলতে পারব। আমি এখানে নিজের সময় খুব উপভোগ করেছি এবং মুখিয়ে রয়েছি দলের সাথে আগামী দিনগুলি একইভাবে কাটানোর। আমি অত্যন্ত কৃতজ্ঞ ক্লাব ম্যানেজমেন্টের কাছে তাদের নিয়মিত সাপোর্টের জন্য এবং চাই ভবিষ্যতে ভালো পারফর্মেন্স করে ক্লাব ও তার সমর্থকদের গর্বিত করতে।"
মরশুম শেষ হতেই ওড়িশা এফসি চুক্তির নবীকরণের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিল জেরির সাথে। কিন্তু এসসি ইস্টবেঙ্গলের লোভনীয় অফার থাকায় অপেক্ষা করেছিলেন জেরি। কিন্তু শেষ অবধি ক্লাব ম্যানেজমেন্টের মরিয়া প্রয়াসে ওড়িশাতেই থেকে গেলেন জেরি।