এটিকে মোহনবাগান-মুম্বই নয়, এই দল আইএসএল জিততে পারে! দাবি প্রাক্তন ইস্টবেঙ্গল কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএল শুরুর আগে, অনেকেই মনে করেছিল, খেতাব জেতার প্রবল দাবিদার হবে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। কিন্তু দ্বিতীয় পর্ব শুরুর কয়েক ম্যাচ পর দেখা যাচ্ছে, সেই প্রত্যাশা দেখাতে পারছে না গতবারের দুই ফাইনালিস্ট।
বর্তমানে ১০ ম্যাচ খেলে সপ্তম স্থানে রয়েছে এটিকে মোহনবাগান, এদিকে দীর্ঘ সময় ম্যাচ না জিতে চতুর্থ স্থানে নেমে গিয়েছে মুম্বই। এই ফর্ম নিয়ে আদৌ লিগ জিততে পারবে কিনা দুই শক্তিধর দল, সে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে এবার আইএসএলের নতুন ফেভারিটকে তুলে ধরলেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ এলকো শাটোরি। তিনি জানিয়েছেন, কেরালা ব্লাস্টার্স এবারের আইএসএল জেতার প্রবল দাবিদার। বলা বাহুল্য, কেরালার হয়েও কোচিং করিয়েছেন ডাচ এই প্রশিক্ষক।
নিজের টুইটারে বুধবার শাটোরি বলেন, "কেরালা ব্লাস্টার্স এবারের খেতাব নিতে পারে। এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি নিজেদের সেরা মানের খেলোয়াড়দের নিয়েও এই লিগে দাঁড়াতে পারছে না। এই বছর হয়ত তা সম্ভব হতে পারে।"
ইভান ভুকোমানোভিচের অধীনে কেরালা ব্লাস্টার্স দুর্দান্ত ফুটবল খেলছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হারার পর থেকে একটিও ম্যাচ হারেনি কেরালা। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা, যেখানে এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে হায়দ্রাবাদ এফসি। অনেকেই মনে করছেন, এই বছর কেরালার সময় হতেই পারে।