চোট সারিয়ে বিশ্বকাপ ফাইনালে ফিরবে ছেলে, ভরসা রাখছেন নেইমারের বাবা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ইতিমধ্যেই শেষ ষোলোয় উঠে গিয়েছে সেলেকাওরা। ফলে এই ম্যাচটি কার্যত নিয়মরক্ষার ব্রাজিলের জন্য।
তবে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন সুপারস্টার ফরোয়ার্ড নেইমার। আর এর জেরে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি, ক্যামেরুনের বিরুদ্ধেও খেলবেন না নেইমার। তবে আদৌ শেষ ষোলো পর্বের ম্যাচের আগে সুস্থ হতে পারবেন নেইমার?
এই নিয়ে বড় আপডেট দিয়েছেন নেইমারর বাবা নেইমার স্যান্টোস সিনিয়র। তিনি মনে করছেন, ফাইনালে ফিরে আসবেন নেইমার এবং দেশকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবেন।
এই নিয়ে নেইমারের বাবা এক সাক্ষাৎকারে বলেছেন, "সব থেকে গুরুত্বপূর্ণ হল মাঠে ফিরে এসে নিজের সেরাটা দেওয়া। যখন ও আগেও চোট পেয়েছিল আর ও ফিরে এসেছিল, তখন ও নিজের সেরা জায়গায় ছিল। ও নিজের সেরাটাই দেবে।"
"বাবা হিসেবে এই নিয়ে কথা বলা খুব সাধারণ কিছু নয় কারণ সে তার বাবাকে ভালোবাসে, নেইমারকে নিয়ে কথা বলাটা খুব জটিল। তবে সবাই জানে নেইমার কতটা গুরুত্বপুর্ণ, মাঠে ও সতীর্থদের মাঝে সে অত্যন্ত বড় একজন চরিত্র। যখন নেইমার মাঠে থাকেন তখন পুরোটাই আলাদা হয়ে যায় কারণ ও এক নম্বর।"
শেষে নেইমারের বাবা বলেছেন, "আমরা জানি দলে নেইমারের গুরুত্ব। আমি বিশ্বাস করি নেইমার ফাইনাল ম্যাচে মাঠে থাকবে এবং নিজের সেরাটা দিয়ে ব্রাজিল দলের সতীর্থদের সাথে বিশ্বকাপ জিতবে।"