মেসির সাথে বন্ধুত্বকে বাজি রেখে কোপা আমেরিকা জিততে চান নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কোপা আমেরিকা ফাইনালে বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বিতা আয়োজিত হতে চলেছে আবারও, মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচে যত না প্রতিদ্বন্দ্বিতা, তার থেকে বেশি যেন দুই দেশের ফুটবলারদের মধ্যে বন্ধুত্ব।
মেসি-নেইমার, নেইমার-ডি মারিয়া, নেইমার-পারেদেস - এই তালিকা চলতেই থাকবে। কিন্তু আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ভরসা মেসি ও নেইমারের বন্ধুত্বটি অত্যন্ত স্পেশাল। ২০১৭ সালে পিএসজিতে যাওয়ার আগে নেইমারের দুর্দান্ত উত্থানের পিছনে ছিল লিওনেল মেসির ম্যাজিক। আর প্যারিসে যাওয়ার পরেও মেসিকে নিজের কাছের বন্ধু হিসেবেই স্বীকার করে এসেছেন ব্রাজিল অধিনায়ক।
কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। দক্ষিণ আমেরিকার সেরা দল হওয়ার লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবং নেইমারের মত প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার ফুটবলার সবার আগে চান কোপা আমেরিকা খেতাব। আর তার জন্য মেসির সাথে বন্ধুত্বের সম্পর্ককে বাজি রাখতে পারেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে নেইমার বলেছেন, "আমি আগেও বলে এসেছি, আমার দেখা সেরা খেলোয়াড় লিওনেল মেসি এবং ও আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমরা একটি ফাইনালে রয়েছে, আমরা প্রতিদ্বন্দ্বী। আমি জিততে চাই আর আমি এই খেতাব জিততে মরিয়া, যা আমার প্রথম কোপা আমেরিকা খেতাব হবে।"
"মেসি জাতীয় দলের হয়ে প্রথম খেতাব জেতার জন্য অনেক বছর অপেক্ষা করেছে, আর যতবারই আমরা টুর্নামেন্টে ছিলাম না, আমি ওর জন্য উৎসাহ দিয়েছি। আর সেটিই করেছিলাম ২০১৪ বিশ্বকাপ ফাইনালে, যখন ওরা জার্মানির বিরুদ্ধে নেমেছিল।"
এরপর নেইমার বলেন, "কিন্তু এখন ব্রাজিল সমস্যায় রয়েছে, তাই আমাদের বন্ধুত্বকে বাজি রাখতে হচ্ছে। একে অপরের প্রতি শ্রদ্ধা আজও অনেক বেশি, কিন্তু কেবল একজন জিততে পারে। আপনি কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করলে, সেই বন্ধুত্ব ভোলা কঠিন। কিন্তু উদাহরণস্বরুপ, যখন আপনি বন্ধুর সাথে ভিডিও গেম খেলেন, আপনি যে কোনও উপায়ে ওকে হারাতে চান। একই অবস্থা হবে শনিবার।"
ভারতীয় সময় রবিবার ভোর সাড়ে পাঁচটার সময় রিও ডে জানেইরোর ঐতিহ্যশালী মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা ২০২১ ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।