কোরিয়া ম্যাচে মেসি-রোনাল্ডোর বিশ্বকাপের বড় রেকর্ড ছুঁলেন নেইমার জুনিয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে চোট সারিয়ে মাঠে ফিরেই গোল তালিকায় নিজের নাম লিখিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেয় পিএসজি তারকা। দেশের হয়ে নেইমারের এটি ৭৬ তম গোল। আর এক গোল করলেই পেলের সাথে যুগ্ম ভাবে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হবেন।
তবে চলতি বিশ্বকাপে তাঁর এই প্রথম গোলের সাথে সাথে তিনি এক বড় রেকর্ড স্পর্শ করলেন। এই অনন্য রেকর্ডটি নেইমার ছাড়া এর আগে শুধুমাত্র লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ মোট চার জন ফুটবলারেরই ছিল।
পৃথিবীর পঞ্চম ফুটবলার হিসাবে নেইমার পর পর তিনটি ফিফা বিশ্বকাপে গোল করলেন। প্রসঙ্গত ব্রাজিলের হয়ে শেষ ছয়টি গোলই নেইমার পেনাল্টি থেকে করেছেন।
চোট সারিয়ে মাঠে ফিরে কেমন অনুভূতি ছিল নেইমারের? জানিয়েছেন নিজেই। নেইমার বলেছেন, "আমি খুব ভয় পেয়েছিলাম। আমি যা চোট পেয়েছিলাম সেখান থেকে ফিরা আসা খুব কঠিন ছিল। আমি সারা রাত কেঁদেছি। আমার পরিবার জানে আমায় কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে সবশেষে সব কিছু কাজে লেগেছে।ফিজিওথেরাপি চালিয়ে যাওয়ার ফলাফল প্রকৃত অর্থে পেয়েছি।"