আগামী মরশুমে আমরা মেসির সেরা রুপটি দেখব! আশা দিলেন পিএসজি সভাপতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে চাঞ্চল্যকর উপায়ে বার্সিলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে সই করেন লিওনেল মেসি। এবং আর্জেন্টাইন সুপারস্টারের এই আগমণে পিএসজি শক্তিশালী হয়েছিল, তা বলাই যায়।
যদিও মরশুমে ১৪টি অ্যাসিস্ট করেছিলেন লিও, তবে গোল করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিলেন। এবং এর জেরে মেসি ভক্তরাও কিছুটা নিরাশ হয়ে পড়েন। যদিও পিএসজির সভাপতি নাসের এল-খেলাইফি নিশ্চয়তা দিয়েছেন, আগামী মরশুমে মেসির সেরা রুপটি আবারও দেখা যাবে।
লে প্যারিসিয়েনে দেওয়া এক সাক্ষাৎকারে আল-খেলাইফি স্বীকার করেছেন, মেসির সেরা মরশুম ছিল না এটি। তিনি বলেছেন, "কোনও সন্দেহ নেই রেকর্ড সাতবার ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি, এবং এটি ওনার সেরা মরশুম ছিল না।"
এর কারণ হিসেবে খেলাইফি বলেছেন, "২০ বছর বার্সিলোনায় থাকার পর, উনি একটি নতুন দেশ, নতুন শহর, নতুন লিগ, নতুন দল, একটি নতুন সংস্কৃতিকে আবিষ্কার করেছেন। ওনার পরিবারকেও একই সমস্যায় পড়তে হয়েছে, এবং করোনা ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মরশুমটি মেসির জন্য সহজ ছিল না, তবে আগামী মরশুমে আমরা মেসির সেরা সংস্করণটি দেখতে পারব।"
তবে পিএসজির হয়ে তুলনামূলক খারাপ মরশুম গেলেও আর্জেন্টিনার হয়ে ফুল ফুটিয়েছেন লিও। জিতেছেন কোপা আমেরিকা। লা ফিনালিসিমায় ইতালিকে ৩-০ হারানোর ক্ষেত্রে দুটি অ্যাসিস্ট ছিল লিওর। আর এস্তোনিয়ার বিরুদ্ধে ৫-০ জয়ে প্রতিটি গোলই ছিল মেসির।