বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের, ফিরলেন এই তারকারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলের সদস্যদের মধ্যে পাঁচ ক্রিকেটার - ডাগ ব্রেসওয়েল, জেকব ডাফি, ড্যারিল মিচেল, রাচিন রাবিন্দ্র এবং মিচেল স্যান্টনারকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়েছে তারকা ওপেনার ডিভন কনওয়েকে, যিনি লর্ডসে নিজের টেস্ট অভিষেকে দ্বিশতরান মেরেছিলেন, এবং দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এছাড়া চোট সারিয়ে ফিরছেন অধিনায়ক কেন উইলিয়ামসনও।
এদিকে স্পিনার হিসেবে আজাজ প্যাটেলকে দলে রাখা হয়েছে। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালো পারফর্ম করেছেন এই স্পিনার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দল - কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডিভন কনওয়ে, কলিন ডে গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নীল ওয়াগনার, বি জে ওয়াটলিং, উইল ইয়ং।