মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নকআউটে নামার আগে ফ্লুয়ে আক্রান্ত নেদারল্যান্ডস দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার বিশ্বকাপের শেষ ষোলো পর্বে নেদারল্যান্ডস খেলতে নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আর এই ম্যাচের আগে বড় সমস্যায় ডাচ দল।
নেদারল্যান্ডস হেড কোচ লুই ভ্যান গাল জানিয়েছেন, ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন দলের বেশ কিছু সদস্য। তবে কোনও খেলোয়াড় আক্রান্ত হয়েছেন কিনা কিংবা শিবিরের পরিস্থিতি কেমন, এই নিয়ে কিছু জানাননি ডাচ হেড কোচ।
এই নিয়ে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভ্যান গাল বলেছেন, "আমরা এই নিয়ে বিস্তারিত কিছু বলব না। তবে দলের মধ্যে এটি ছড়ালে সেটি চিন্তার হয়ে যাবে।"
এদিকে ম্যাচের আগে হালকা অনুশীলন করে নেদারল্যান্ডস দলের খেলোয়াড়রা। নিজেদের চিরাচরিত ১১ বনাম ১১ সিচুয়েশন প্র্যাক্টিসও করেননি ডাচ খেলোয়াড়রা। এই নিয়ে ভ্যান গাল বলেছেন, "আমি ওদের এক দিনের বিশ্রাম দিয়েছি। এই গ্রুপের সকলে আমার সাথে যোগাযোগ করে। আমি নিজের খেলোয়াড়দের কথা শুনি।"