ইউক্রেনের অসাধারণ খেলায় ডাচদের উদ্ধার করে আনলেন উইনাল্ডাম-ডুমফ্রাইস, জয় হাসিল নেদারল্যান্ডের

নেদারল্যান্ড - (জর্জিনিও উইনালডাম, উট ওয়েগহোর্স্ট, ডেঞ্জেল ডুমফ্রাইস)
ইউক্রেন - (আন্দ্রি ইয়ারমালেঙ্কো, রোমান ইয়ারেমচুক)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনা স্বাক্ষী থাকল এক অসাধারণ ম্যাচের। গ্রুপ সি এর ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্দান্ত খেলা দেখিয়েও হেরে গেল ইউক্রেন।
কিংবদন্তি ফুটবলার আন্দ্রে সেভচেঙ্কোর কোচিংয়ে ইউক্রেন ম্যাচ জুড়ে বেশ ভালো চাপ দিয়েছে, কিন্তু টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস প্রথম ও শেষ হাসিটা হাসে।
৫২ মিনিটে ডেঞ্জেল ডুমফ্রাইসের ক্রস গোলকিপার বুশ্চান সেভ করলেও সেই রিবাউন্ড থেকে গোল করেন জর্জিনিও উইনালডাম। এরপর ৫৮ মিনিটে ফের ডুমফ্রাইস ইউক্রেনের বক্সে বল নিয়ে গেলে সেখান থেকে গোল করেন উট ওয়েগহোর্স্ট।
তবে দুই গোলে পিছিয়ে থেকেও দমেনি ইউক্রেন। ৭৪ মিনিটে টপ কর্নারে দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন আন্দ্রি ইয়ারমালেঙ্কো। আর ৭৯ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করে সমতায় ফিরিয়ে আনেন রোমান ইয়ারেমচুক।
কিন্তু শেষ অবধি নেদারল্যান্ডের ত্রাতা হিসেবে হাজির হন ডুমফ্রাইস। ৮৫ মিনিটে নাথান একের দুর্দান্ত ক্রসে হেড করে ডাচদের তিন পয়েন্ট দিয়ে দেন ডুমফ্রাইস। সম্ভবত বলাই যায়, এবারের ইউরোর আপাতত সেরা ম্যাচ বলাই যায় এই খেলাটিকে।