এটিকে মোহনবাগান নয়, মরশুম শেষ অবধি মুম্বই সিটি এফসিতে সই করলেন ভিনিত রাই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও দলবদলের বাজারে এটিকে মোহনবাগানের টার্গেটকে তুলে নিল মুম্বই সিটি এফসি। আপুইয়ার পর এবার ওড়িশা এফসি থেকে লোনে ভিনিত রাইকে তুলে নিল মুম্বই।
বুধবার মুম্বই সিটি এফসি এক বিবৃতিতে জানিয়েছে, মরশুমের শেষ অবধি লোনে ওড়িশা এফসির ২৪ বছর বয়সী অসমীয়া মিডফিল্ডার ভিনিত রাইকে সই করাল তারা। মূলত এএফসি চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখেই ভিনিতকে সই করল মুম্বই।
জানা গিয়েছে, এটিকে মোহনবাগানের ৬৫ লক্ষ টাকা ও দীপক টাংরির সোয়াপ ডিল পছন্দ হয়নি ওড়িশার। মূলত পুরোপুরিভাবে অন্য ক্লাবে ভিনিতকে ছাড়তে রাজি হয়নি ওড়িশা। এদিকে লোনের জন্য মুম্বই বেশ ভালো অফার দিয়েছিল ওড়িশাকে, আর চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হাতছাড়া করতে চাননি ভিনিত নিজেও। ফলে এই সইটি হতে বেশি দেরিও হল না।
এর ফলে মুম্বই সিটি এফসির মাঝমাঠ আরও শক্তিশালী হল, তা বলাই যায়। আহমেদ জাহুর নেতৃত্বে আপুইয়া, রেনিয়ার ফার্নান্ডেজ রয়েছেনই, চোটের জন্য বাইরে রাউলিন বর্জেস। আর এবার জুড়লেন ভিনিতও।