প্রকৃত যোদ্ধা! গত রাতে হাসপাতালে থাকার পর সেমি ফাইনালে দুরন্ত অর্ধশতরান মহম্মদ রিজওয়ানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিকেট বা যে কোনও খেলাই হোক, নিজের দেশকে সাফল্য দিতে ক্রীড়াবিদরা নিজেদের শেষ রক্তবিন্দু দেখতে প্রস্তুত। আর টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে এমনই কাজ করেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিজওয়ান, যদিও তা পাকিস্তানের বিরুদ্ধে জেতার জন্য যথেষ্ট ছিল না।
তবে ম্যাচের আগের দিনই হাসপাতালে ভর্তি ছিলেন রিজওয়ান। ফ্লু হওয়ার জেরে ফুসফুসে সমস্যা হয়েছিল রিজওয়ানের, যার জেরে ম্যাচের আগের রাতে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর এই খবরটি প্রকাশ করেছেন ব্যাটিং কোচ ম্যাথু হেডেন।
এই নিয়ে হেডেন বলেছেন, "আপনারা হয়ত জানেন না, গত রাতে ফুসফুসের কোনও এক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন রিজওয়ান। ও একজন যোদ্ধা। পুরো টুর্নামেন্ট জুড়ে ও ভালো খেলে এসেছে এবং ওর দারুণ সাহস রয়েছে। এই রাতটা ওর জন্য দারুণ গিয়েছে।"
৬৭ রানের দুরন্ত ইনিংস খেলে রিজওয়ান প্রথম খেলোয়াড় হিসেবে টি২০ আন্তর্জাতিকে এক বছরে ১০০০ রান করেছেন। এছাড়া টি২০ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে সর্বাধিক, ২৬৯ রান করেছেন রিজওয়ান।