দুর্দান্ত লড়াই ইউনাইটেড স্পোর্টিংয়ের, শক্তিশালী মহমেডানকে রুখে দিয়ে দেখাল নিজেদের প্রত্যয়

মহমেডান স্পোর্টিং ক্লাব - ২ (মার্কাস জোফেস, জসকরণপ্রীত সিং)
ইউনাইটেড স্পোর্টিং ক্লাব - ২ (সুব্রত মুর্মু, জগন্নাথ ওরাওঁ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলকাতা লিগে এখনও অবধি এসসি ইস্টবেঙ্গল কিংবা এটিকে মোহনবাগান না নামায় এবারের টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ধরা হয়েছে কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিংকে। কিন্তু মহমেডানের জয়যাত্রাকে রুখে দিল ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের অসাধারণ লড়াই। এবং এই ফলাফল আবারও কলকাতা লিগের মাহাত্ম্য বুঝিয়ে দিল, বড় দলের না খেলাতেও এই লিগের ঔজ্জ্বল্য কমবে না।
শুরু থেকেই আক্রমণে উঠেছিল মহমেডান স্পোর্টিং। আর সাত মিনিটেই তার ফল মেলে। জসকরণপ্রীত সিংয়ের পাস ইউনাইটেডের ডিফেন্স বাজে ক্লিয়ার করে, যা পেয়ে মার্কাস জোসেফ গোল করেন। কিন্তু তার ১০ মিনিট পরেই ঘটে মুহুর্তের ম্যাজিক। মহমেডানের দুই ডিফেন্ডারকে টপকে অনবদ্য গোল করেন ইউনাইটেডের সুব্রত মুর্মু। কিন্তু ইউনাইটেডের সেই আনন্দ চলে গেল ২৮ মিনিটেই, বাঁ দিক থেকে মার্কাস জোসেফের ক্রসে হেড করে মহমেডানকে আবারও এগিয়ে দেন জসকরণপ্রীত সিং।
কিন্তু ৪৪ মিনিটে আবারও সমতায় ফেরে ইউনাইটেড। ডানদিক থেকে প্রহ্লাদ রায়ের পাসে জগন্নাথ ওরাওঁ গোল করেন। আর এর পর দ্বিতীয়ার্ধে মহমেডান অধিক আক্রমণ চালালেও দারুণ লড়াই চালায় ইউনাইটেডের ছেলেরা। আর শেষ অবধি ব্ল্যাক প্যান্থার্সদের রুখে দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হাসিল করল ইউনাইটেড স্পোর্টিং ক্লাব।
নিঃসন্দেহে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা বুঝিয়ে দিল, এই কলকাতা লিগে তারাও যথেষ্ট সাড়া ফেলতে পারে। সুব্রত মুর্মুর এই গোলটি দীর্ঘদিন মনে রাখবেন ক্রীড়াপ্রেমীরা। আর মহমেডানের ডিফেন্সকে যেভাবে কাঁপিয়ে দিলেন জগন্নাথ ওরাওঁ, একই পারফর্মেন্স বজায় রাখলে আগামী দিনে আরও বড় জায়গায় যেতে পারেন এই ফুটবলার। আর এই দুরন্ত পারফর্মেন্সের জেরে ম্যাচের সেরাও হয়েছেন জগন্নাথ।