ডুরান্ডে নামার আগে সতর্ক মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ, সমর্থকদের আশাকে ধরে রাখতে চান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামীকাল অর্থাৎ রবিবার ডুরান্ড কাপে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে অভিযান শুরু করবে মহমেডান স্পোর্টিং ক্লাব। আর তার আগে বেশ সতর্ক কোচ আন্দ্রে চেরনিশভ। কলকাতা লিগে অপরাজেয় থেকে সেই মোমেন্টামই এবার ডুরান্ডে আনতে চান রাশিয়ান কোচ।
কলকাতা লিগের মত ডুরান্ডেও চাপ রয়েছেন, মানছেন চেরনিশভ। মহমেডান মিডিয়া টিমের সাথে সাক্ষাৎকারে সাদা-কালো ব্রিগেডের হেডস্যার বললেন, "প্রতিটি ম্যাচ ও প্রতিটি টুর্নামেন্টে চাপ থাকে। সমর্থক ও ক্লাবের ম্যানেজমেন্ট আমাদের থেকে জয় আশা করে। আমরা এই নিয়ে খেলোয়াড়দের সাথে অনেক কথা বলি এবং ওরা তৈরি এই চাপ নেওয়ার জন্য।"
এদিকে দীর্ঘ মরশুমে ডুরান্ডকে কিভাবে দেখছেন, সেই নিয়ে চেরনিশভ বলেছেন, "আমরা প্রস্তুতি পর্বে ভালো অনুশীলন করেছি এবং অনেক ম্যাচ খেলেছি। আমরা অনেক ভালো খেলোয়াড়কে একত্র করে একটি শক্তিশালী দল তৈরি করেছি। আমরা পুরো মরশুম নিয়ে ভাবছি না, আমরা আসন্ন ম্যাচ নিয়েই সব সময় ভাবছি।"
শেষে ডুরান্ডের প্রস্তুতি নিয়ে চেরনিশভ বলেছেন, "আমরা খুশি যে পরিস্থিতি রয়েছে আমাদের কাছে। অনুশীলনও খুব ভালো চলছে। আমরা ভালো কম্বিনেশন ফুটবল দেখাতে চাই।"