আধুনিকীকরণ হল ইস্টবেঙ্গল মাঠের ৫০ বছরের পুরোনো ডাগআউটের, দেখলেন প্রাক্তন ফুটবলাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ কত ইতিহাস ও মুহুর্তের স্বাক্ষী, এবং সেই মুহুর্তগুলি খেলোয়াড়রা উপভোগ করেছে ডাগআউটে। সেই ঐতিহ্যশালী ডাগআউটের আধুনিকীকরণ সেরে ফেলল ইস্টবেঙ্গল ক্লাব।
মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের নতুন ডাগআউট দেখতে হাজির ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলার। উপস্থিত ছিলেন আলভিটো ডি কুনহা, রহিম নবি, চন্দন দাস, ভাস্কর গাঙ্গুলি, প্রশান্ত ব্যানার্জি, মিহির বোস সহ একাধিক কিংবদন্তি ফুটবলার।
যদিও এই ডাগআউটের আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই হবে উদ্বোধন, এমনটাই জানা গিয়েছে ক্লাবের তরফ থেকে।