মেক্সিকান বক্সারের মেসিকে দেওয়া হুমকিকে বোকামো বললেন খোদ মেক্সিকো অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক দিন আগে, বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোকে ২-০ ফলে হারিয়ে নিজেদের আশা জিইয়ে রাখে আর্জেন্টিনা। আর এই জয়ের পর ড্রেসিংরুমে সেলিব্রেশনে মাতেন আর্জেন্টিনা খেলোয়াড়েরা।
কিন্তু সেই সময়ে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, মাটিতে পড়ে থাকা মেক্সিকোর জার্সিকে পা দিয়ে ঠেলে দিয়েছেন লিওনেল মেসি। আর এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেসিকে হুমকি দেন মেক্সিকোর জনপ্রিয় বক্সার ক্যানসেলো আলভারেজ। তিনি লিখেছেন, "আপনারা কি দেখেছেন কিভাবে মেসি আমাদের জার্সি ও পতাকাটি নিয়ে মেঝে পরিষ্কার করছিলেন। উনি ঈশ্বরকে প্রার্থনা করুন যেন আমার সাথে সাক্ষাৎ না হয়।"
এদিকে স্বদেশী বক্সারের এই হুমকিকে বোকামো বলে উল্লেখ করলেন খোদ মেক্সিকো দলের অধিনায়ক আন্দ্রেস গুয়াদ্রাদো। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা গুয়াদ্রাদো বলেছেন, "আমি জানি মেসি কেমন মানুষ। ঘামে ভেজা জার্সি ওরকমই মাটিতে পড়ে থাকে। ক্যানেলো জানেন না ড্রেসিংরুম কি। এসব আমার বোকামো বলে মনে হয়েছে, ওই জার্সিটা আমার। আমি লিওর সাথে জার্সি অদলবদল করেছি।"