Pele: ফুটবল সম্রাটের প্রয়ানে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাঞ্জলি মেসি, নেইমার রোনাল্ডোদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পেলে, ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল নাম। ৮২ বছর বয়সে তিনি বিদায় জানিয়েছেন গোটা বিশ্বকে। তাঁর প্রয়াণে শোকাহত ফুটবল জগৎ। পেলেকে শ্রদ্ধা জানিয়ে আবেগপ্রবণ বক্তব্য রেখেছেন মেসি থেকে নেইমার, রোনাল্ডো থেকে এমবাপ্পে।
তিনবারের বিশ্বকাপ জয়ী পেলেকে নিয়ে তাঁর দেশের বর্তমান নায়ক নেইমার লিখেছেন, "পেলে আসার আগে ১০ শুধুমাত্র একটি সংখ্যা ছিল। আমি এই কথাটি আমার জীবনে এর আগে কোথাও একটা শুনেছিলাম। কিন্তু এই সুন্দর কথাটি অসম্পূর্ণ। আমি বলব পেলের আগে ফুটবল শুধু মাত্র একটি খেলা ছিল। পেলে এটি সম্পুর্ণ রূপে বদলে দিয়েছে। তিনি ফুটবলকে একটি শিল্পে পরিণত করেছিলেন। তিনি গরিব মানুষদের স্বর হয়ে উঠেছিলেন। বিশেষত তিনি ব্রাজিলকে এক নতুন দৃশ্য দিয়েছিলেন। ধন্যবাদ রাজা। তিনি গেছেন কিন্তু তাঁর জাদু রয়ে যাবে। পেলে চিরতরে।"
https://www.instagram.com/p/Cmw4nDRL5AC/?utm_source=ig_web_copy_link
সদ্য বিশ্বকাপ জয়ী মেসি পেলের সাথে নিজের ছবি দিয়ে লিখেছেন, "শান্তিতে বিশ্রাম নিন পেলে।"
https://www.instagram.com/p/Cmw6mZLL24z/?utm_source=ig_web_copy_link
ফুটবল জগতের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন, "আমার সমবেদনা সমস্ত ব্রাজিলের মানুষ বিশেষত পেলের পরিবারের জন্য রইল।ফুটবলের চিরন্তন রাজা পেলেকে বিদায়, সমস্ত ফুটবল বিশ্ব এই মুহূর্তে যে ব্যথা অনুভব করছেন তা কখনই ব্যক্ত করা যাবে না। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, গতকাল, আজ, সর্বদা তিনি একজন উদাহরণ হয়ে থেকে যাবেন। তাঁকে কখনও ভোলা সম্ভব নয় এবং তাঁর স্মৃতি প্রতিটি ফুটবল ভক্তের কাছে বেঁচে থাকবে। শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে।"
https://www.instagram.com/p/Cmw4CjNrctl/?utm_source=ig_web_copy_link
ফুটবল বিশ্বের তরুণ তারকা এমবাপ্পে জানিয়েছেন, "ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তাঁর উত্তরাধিকার কখনই ভোলা যাবে না।"
https://www.instagram.com/p/Cmw3BJNszmO/?utm_source=ig_web_copy_link
এছাড়াও পেলেকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এবং করছেন ফুটবল ইতিহাসের সকল কিংবদন্তী ব্যক্তিত্বরা।