বিশ্বকাপের পর কি আদৌ একই ছন্দে খেলতে পারবেন মেসি-এমবাপ্পে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি - সদ্য বিশ্বকাপ ফাইনালে দুর্ধর্ষ পারফর্ম করেন এই দুই সুপারস্টার। কিন্তু শেষ হাসি হাসেন লিওনেল মেসি। কিন্তু বিতর্ক তৈরি হয় ম্যাচের পর সেলিব্রেশনে। ড্রেসিংরুমে এমবাপ্পেকে নিয়ে ব্যঙ্গসূচক স্লোগান, দেশে ফিরে এমবাপ্পের পুতুলকে নিয়ে এমি মার্টিনেজের মজা করা - সব কিছুতে পাশে থেকেও প্রতিবাদ করেননি মেসি।
এবং এবার যখন ক্লাব মরশুম শুরু হতে চলেছে, তখন একই ক্লাব পিএসজির হয়ে খেলবেন মেসি ও এমবাপ্পে। আর এর জেরে প্রশ্ন উঠছে, এই সমস্ত ঘটনার পর কি এমবাপ্পে ও মেসি এক সাথে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন?
এই নিয়ে এবার স্বস্তির বার্তা দিয়েছেন পিএসজির হেড কোচ ক্রিস্টোফের গল্টিয়ের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গল্টিয়ের বলেছেন, "কে কিভাবে উদযাপন করবে সে নিয়ে আমি মন্তব্য করব না, সেটি আর্জেন্টিনীয়দের ব্যাপার। আমি এই বিষয় নিয়ে উৎসাহী নই। আমি দেখেছি কিলিয়ান ও লিও ফাইনালের পর করমর্দন করেছেন। এই দুই খেলোয়াড়ের মধ্যে যথেষ্ট সম্মান রয়েছে। কিলিয়ানের তরফ থেকে একটি সুন্দর জিনিস দেখতে পেয়েছি, আমি দেখলাম কিলিয়ান লিও আর কোচ স্কালোনিকে শুভেচ্ছা জানিয়েছেন।"
"লিও ওনাকে ব্যঙ্গ করেননি, আমাদের লিওকে এটি থেকে বের করে আনতে হবে। কোনও কারণ নেই এই সব গুলিয়ে ফেলার। আমি গোলকিপারের প্রতিক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করব না। কিলিয়ানের খুব ভালো মানসিকতা রয়েছে। লিওকে শুভেচ্ছা জানিয়ে উনি নিজের ক্লাস দেখিয়েছে। এটি ক্লাব ও দলের জন্য খুব ভালো।"
ইতিমধ্যেই কিলিয়ান এমবাপ্পে পিএসজি শিবিরে যোগ দিয়েছেন, তবে মেসি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দলে যোগ দেবেন।