মাদ্রিদপ্রীতি ভুলে পিএসজির হয়ে সব কিছু জিততে চান কিলিয়ান এমবাপ্পে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জোর জল্পনা, আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে পারেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারে সেই পিএসজির সামনে রিয়াল মাদ্রিদ। ফলে এই ম্যাচে এমবাপ্পের ভূমিকা কি হবে, সে নিয়ে মুখিয়ে ফুটবল জগত।
তবে ফরাসি এই ফরোয়ার্ড আশ্বাস দিয়েছেন, মরশুমের শেষ অবধি পিএসজিতে থাকতে চলেছেন তিনি। এই নিয়ে এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, "আমি আমার সর্বস্ব দেব চ্যাম্পিয়ন্স লিগ, ফরাসি লিগ ও কাপ জেতার জন্য। আর সমর্থকদের সমস্ত আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ ওদের এটা প্রাপ্য।"
পিএসজিতে থাকা নিয়ে এমবাপ্পে বলেছেন, "আমি সত্যি বলছিলাম (যখন আমি বলছিলাম আমি ছাড়তে চাই)। আমার একটি অনুভূতি এসেছিল। আমি নিজের হৃদয়ের কথা বলেছি। আমি থাকতে পেরে খুশি, এটা আমারও শহর। আমি ফরাসি, আমি এই মরশুমে সব কিছু জিততে চাই। প্যারিস আমার শহর, এখানে আমি জন্মেছি, এখানেই আমি বড় হয়েছি। পিএসজির হয়ে খেলা একটি অভূতপূর্ব অনুভূতি, যেখানে আপনি আপনার পরিবার ও বন্ধুদের পাশে পেতে পারেন।"