এমি মার্টিনেজের বিতর্কিত সেলিব্রেশন নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং এমবাপ্পে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সজ্জাঘরে এমিলিয়ানো মার্টিনেজের বিতর্কিত সেলিব্রেশন এখনও ফুটবল মহলে আলোচনার প্রধান বিষয়। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে এমবাপ্পেকে সান্তনা দিতে দেখা গেছিল এমিলিয়ানোকে। কিন্তু সজ্জাঘরে যেতেই রূপ পাল্টে যায় তাঁর।
এমবাপ্পেকে ব্যঙ্গ করে মার্টিনেজের গান ও নাচ মোটেই ভালো ভাবে নেননি ফুটবল মহলের এক বড় অংশ। এছাড়াও আর্জেন্টিনার রাস্তায় বাসে করে সেলিব্রেশোনের সময়ও মার্টিনেজের হাতে দেখা যায় এমবাপ্পের ছোট্ট একটি পুতুল। যদিও ফ্রান্স তারকা এম্বাপ্পে বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই বিষয় কোনো মন্তব্য করেননি।
বুধবার লিগ ১-এ রেসিং দ্য স্ট্রাসবর্গএর বিরুদ্ধে ৯৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে জেতায় এমবাপ্পে। ম্যাচ শেষে সাংবাদিকরা তাঁকে মার্টিনেজের সেলিব্রেশনের বিষয় প্রশ্ন করতে থাকলে এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে তিনি মাথা ঘামাতে রাজি নন।
এমবাপ্পে বলেছেন, "সেলিব্রেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি এই সমস্ত তুচ্ছ বিষয় নিজের শক্তি অপচয় করি না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের হয়ে আমার সেরাটা দেওয়া।"
যদিও আর্জেন্টিনার আরেক খেলোয়াড় নিয়ে এমবাপ্পে সাংবাদিকদের সামনে কথা বলেছেন। এমবাপ্পে তাঁর পিএসজি সতীর্থ মেসির ব্যাপারে নিয়ে বলেছেন, "ম্যাচ শেষে আমি মেসির সাথে কথা বলেছিলাম। আমি মেসিকে অভিনন্দন জানিয়েছি। তিনি তাঁর গোটা জীবন ধরে এই বিশ্বকাপ জেতাই লক্ষ্য রেখেছিলেন।"
তাঁর এই মন্তব্য থেকে একটি জিনিস পরিষ্কার, বিশ্বকাপের পর মেসি-এমবাপ্পের নতুন লক্ষ্য শুধুই চ্যাম্পিয়ন্স লিগ।