২০১৮ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাসের সাথে ইউরোতে নামবে জার্মানি, আশ্বাস ম্যাট হামেলসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৪ সালে অপ্রতিরোধ্য উপায়ে বিশ্বকাপ জয়ের পরেই ২০১৮ বিশ্বকাপ যেন অভিশাপ সমান হয়ে গিয়েছিল জার্মানির জন্য। গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর তারপরে জার্মান দলে আসতে শুরু করে পরিবর্তনের ঝড়।
তবে আসন্ন ইউরো ২০২০তে নিজেদের পুরোনো গৌরব ফিরে পেতে মরিয়া জার্মানি। টুর্নামেন্টের সব থেকে সফল দল হিসেবে এবারের ইউরোতে ফেভারিট জোয়াকিম লোর দল। আর সেই অভিশপ্ত বিশ্বকাপের পর আবারও জাতীয় দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ফুটবলার ম্যাট হামেলস ও টমাস মুলার।
এবার গত বিশ্বকাপের ব্যর্থতা এই বছর হবে না, এমনই আশ্বাস দিলেন তারকা ডিফেন্ডার হামেলস। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "সেই সময়ে, আমরা দল হিসেবে একে অপরকে খুঁজে পাইনি, অনুশীলন পর্বেও নয় আর ম্যাচে তো নয়ই। কিন্তু সেটি ফ্রান্সের বিরুদ্ধে একেবারেই হবে না। এমনটাই হওয়া উচিত নয় যাতে আমাদের দলের দৃষ্টি চলে যায়। আমি মন থেকে বুলছি এবারের মনোভাবটা গতবারের থেকে আলাদা। প্রত্যেকে একটি দল হিসেবে খেলতে চাই, প্রত্যেকে ত্যাগ দিতে চায় দলের জন্য। আমরা দূরে যেতে পারি, আমরা সঠিক পথেই রয়েছি। আমরা জানি যে এই টুর্নামেন্ট জেতার জন্য আমাদের যাবতীয় ক্ষমতা রয়েছে।"
এবারের ইউরোতে গ্রুপ অফ ডেথে রয়েছে জার্মানি। গ্রুপ এফ এ জার্মানি ছাড়াও রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবং হাঙ্গেরি। সুতরাং, অত্যন্ত কঠিন লড়াই হবে জার্মানির ক্ষেত্রে পরের রাউন্ডে ওঠার জন্য।