ইউরোর আগে ধাক্কা ইংল্যান্ডের, দল থেকে নিজেকে সরালেন তরুণ ফরোয়ার্ড মেসন গ্রিনউড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ইউরো ২০২০ এর জন্য ইংল্যান্ড জাতীয় দলের ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে। এর আগে কোচ গ্যারেথ সাউথগেট ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন, সেখান থেকে ২৬ জনকে নির্বাচিত করা হবে। আর এরই মাঝে জোর ধাক্কা খেল থ্রি লায়ন্স।
চোটের জেরে ছিটকে গেলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি মেসন গ্রিনউড, বরং বলা ভালো, নিজেকে সরিয়ে নিলেন গ্রিনউড। মূলত হালকা চোট থাকলেও সেটি থেকে সেরে উঠতে এই সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এই নিয়ে মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিবৃতি পেশ করেছে।
নিজের বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, "ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার মেসন গ্রিনউড ইংল্যান্ডের প্রাথমিক ইউরো দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, কারণ উনি একটি হালকা চোটকে সারিয়ে নিতে চান যার জন্য তিনি গত মার্চের অনুর্ধ্ব ২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাইরে ছিলেন।"
যদিও ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন গ্রিনউড। প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগের ব্যস্ত সূচিতে তিনি নির্দিষ্ট কয়েকটি ম্যাচ খেলেছিলেন। এই নিয়ে ক্লাবের বক্তব্য, "মেসনের ক্লাবের হয়ে খেলাকে পুরো সাবধানতার সাথে অবলম্বন করা হয়েছে। কিন্তু টুর্নামেন্ট ভিত্তিক ফুটবল আরও বেশি খেলা ওনার পক্ষে লাভজনক নয় এবং মেসন ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে চোট সারাবেন এবং প্রাক মরশুমের প্রস্তুতি নেবেন।"
মরশুমের শেষের দিকে অসাধারণ ফর্মে ছিলেন গ্রিনউড। শেষ আট লিগ ম্যাচে ছয় গোল মেরেছিলেন গ্রিনউড। গত বছরের সেপ্টেম্বর মাসে করোনার জেরে দল থেকে বাদ পড়ার পর এই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মেসন, কিন্তু চোটের জেরে আর ইউরো খেলা হল না গ্রিনউডের।