ইউরোয় বিদ্বেষের নজির! নির্বাসনের শাস্তি পেলেন অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার বুখারেস্টে ইউরো ২০২০ এর প্রথম ম্যাচে উত্তর ম্যাসেডোনিয়াকে ৩-১ গোলে হারায় অস্ট্রিয়া। কিন্তু সেই জয়ের পরে শাস্তির মুখে পড়ল অস্ট্রিয়া। প্রতিপক্ষ খেলোয়াড়ের উদ্দেশ্যে অশ্লীলতার জেরে এক ম্যাচের জন্য নির্বাসিত হলেন তারকা ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ।
অভিযোগ, সেই ম্যাচে অস্ট্রিয়ার তৃতীয় গোল করেছিলেন আর্নাউটোভিচ। আর গোলের পর উত্তর ম্যাসেডোনিয়ার ফুটবলার এজগজান আলিওস্কিকে অপমান করেছেন আর্নাউটোভিচ। আর এই নিয়ে উয়েফায় অভিযোগ করে উত্তর ম্যাসেডোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। অভিযোগের পর বুধবার আর্নাউটোভিচকে শাস্তি দেয় উয়েফা।
আর এর জেরে বিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠে আসছে। যদিও ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামে ক্ষমা চান আর্নাউটোভিচ এবং জানিয়ে দেন, তিনি বিদ্বেষী বার্তা দেননি। কিন্তু এর জেরে উয়েফার শৃঙ্খলা আইন অনুযায়ী, এক ম্যাচের জন্য নির্বাসিত হবেন আর্নাউটোভিচ। এর জেরে গ্রুপ সি-এ নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামতে পারবেন না আর্নাউটোভিচ।
যদিও ম্যাচের মধ্যে সার্বিয়ান ভাষায় কি বলেছিলেন আর্নাউটোভিচ, তা অজানা রয়েছে। তবে বিদ্বেষী মন্তব্য হলে অস্ট্রিয়ার ফরোয়ার্ড অন্তত ১০ ম্যাচের জন্য নির্বাসিত হতেন।
আলিওস্কির পরিবার আলবেনিয়ান, এদিকে আর্নাউটোভিচের বাবা সার্বিয়ান ও মা অস্ট্রিয়ান। আসলে উত্তর ম্যাসেডোনিয়ার জনসংখ্যার এক চতুর্থাংশ হল আলবেনিয়ার সংখ্যাগরিষ্ট মানুষ। ২০০১ সাল থেকে এই দুই জাতির মধ্যে বিদ্বেষ চলছিল। যদিও সাত মাস আগে আলবেনিয়ানদের আরও বেশি অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যে এই ধরণের বিতর্কে সতর্ক উয়েফা।