হায়দ্রাবাদকে সমীহ মারিও রিভেরার, পজেশনাল ফুটবলে জোর নতুন মেজাজের ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১১ ম্যাচের পর অবশেষে মরশুমের প্রথম জয় তুলে এনেছে এসসি ইস্টবেঙ্গল। কোচ হিসেবে আবারও দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গলের ভাগ্য বদলে দিয়েছেন মারিও রিভেরা। কিন্তু এবার সামনে হায়দ্রাবাদ এফসি, যারা এবারের আইএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছে।
তবে এফসি গোয়ার বিরুদ্ধে জয়টি যেন ইস্টবেঙ্গল দলের মেজাজই বদলে দিয়েছে। আর এই নতুন মেজাজে হায়দ্রাবাদকে হারাতে মরিয়া মারিও। ম্যাচের আগে মিডিয়ার নানা প্রশ্নের মুখোমুখি হয়ে বেশ ইতিবাচক উত্তর দিয়েছেন মারিও।
শিবিরের মেজাজ নিয়ে মারিও বলেছেন, "যখন আপনি জেতেন, অনুশীলন মাঠের পরিবেশ আরও ভালো হয়ে যায়। যদিও গত ম্যাচের জয় আমাদের আগামী লড়াইকে সহজ করে তোলে না, তবে এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়।"
প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসিকে নিয়ে মারিওর বার্তা, "হায়দ্রাবাদ এই লিগের অন্যতম সেরা দল। ওদের আক্রমণ ও রক্ষণে খুব ভালো ভারসাম্য রয়েছে। ওদের খুব ভালো একজন কোচ রয়েছেন যিনি দ্রুত ও আক্রমণ ভিত্তির ফুটবল খেলান এবং এই দলে বার্তোলোমেউ ওগবেচের মত লিগের সর্বোচ্চ গোলদাতা রয়েছেন।"
হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কি স্টাইলে খেলবে এসসি ইস্টবেঙ্গল? এর জবাবে মারিও বলেছেন, "আমরা পজেশন ভিত্তিক ফুটবল খেলব। তবে মরশুমের মাঝখানে এই কাজটি করে দেখানো, এটা বলা সহজ, কিন্তু আমরা প্রতিদিন অনুশীলন করছি। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এই ধরণের ফুটবল খেলে।"