হায়দ্রাবাদের বিরুদ্ধে অভিষেক মার্সেলোর? নির্বাসন কাটিয়ে নামছেন পেরোসেভিচ! বড় আপডেট মারিওর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১১ ম্যাচের পর অবশেষে মরশুমের প্রথম জয় তুলে এনেছে এসসি ইস্টবেঙ্গল। কোচ হিসেবে আবারও দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গলের ভাগ্য বদলে দিয়েছেন মারিও রিভেরা। কিন্তু এবার সামনে হায়দ্রাবাদ এফসি, যারা এবারের আইএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছে।
তবে এফসি গোয়ার বিরুদ্ধে জয়টি যেন ইস্টবেঙ্গল দলের মেজাজই বদলে দিয়েছে। একদিকে আন্তোনিও পেরোসেভিচ নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন, অন্যদিকে অনুশীলনে নেমেছেন নতুন ব্রাজিলীয় ফরোয়ার্ড মার্সেলো রিবিয়েরো। আদৌ কি এই দুই বিদেশী নামবেন? ম্যাচের আগে মিডিয়ার নানা প্রশ্নের মুখোমুখি হয়ে বেশ ইতিবাচক উত্তর দিয়েছেন মারিও।
মারিও আশ্বাস দিয়েছেন, হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলতে পারেন নয়া ব্রাজিলীয় ফরোয়ার্ড মার্সেলো। এই নিয়ে মারিও বলেছেন, "মার্সেলো এই ম্যাচে খেলবেন। আমরা জানি না উনি শুরু থেকে খেলবেন না দ্বিতীয়ার্ধে নামবেন, কিন্তু ওনাকে খেলায় সামিল করানো হবে।"
এদিকে নির্বাসন কাটিয়ে ফিরছেন আন্তোনিও পেরোসেভিচ। এই নিয়ে মারিও বলেছেন, "পেরোসেভিচের ফিরে আসাটা দলকে অনেক সাহায্য করবে। উনি একজন উচ্চমানের খেলোয়াড়। উনি খুব দ্রুত, গোল করতে পারেন এবং অ্যাসিস্টও দেন। তাই উনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবেন।"
নয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলোকে দেখে প্রথম প্রতিক্রিয়া কি ছিল মারিওর? এই নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "মার্সেলো একজন প্রকৃত নম্বর ৯। উনি বল নিয়ে খুব ভালো এবং দুই সেন্টার ব্যাকের মাঝ দিয়ে ফিনিশ করতে পারেন। উনি এমন একজন খেলোয়াড় যিনি বল পায়ে বেশিক্ষণ থাকবেন না কিন্তু সুযোগ পেলেই গোল করে দেবেন।"