ঘরে ফেরার গান! ফের ইস্টবেঙ্গলের হটসিটে বসলেন মারিও রিভেরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা জল্পনা ছিল, ঠিক তাই ঘটল। জোসে ম্যানুয়েল ডিয়াজের পরিবর্তে এসসি ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন স্প্যানিশ কোচ মারিও রিভেরা।
দুই মরশুম আগে ইস্টবেঙ্গলকে আইলিগে দ্বিতীয় স্থানে শেষ করিয়েছিলেন উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত এই কোচ। ২০১৮-১৯ মরশুমে মারিও ইস্টবেঙ্গলের হেড কোচ আলেজান্দ্রো মেনেন্দেজের সহকারী হিসেবে কাজ করেছিলেন।
এই নিয়ে এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজী সমাদ্দার বলেছেন, "আমরা খুবই খুশি ওনাকে হেড কোচ হিসেবে নিযুক্ত করতে পেরে। মারিও এর আগেও ইস্টবেঙ্গলের সাথে যুক্ত ছিলেন এবং ভারতীয় ফুটবলে ওনার অভিজ্ঞতা লাভজনক হবে মরশুমের বাকি সময়ের জন্য।"
যদিও, এখনই দায়িত্ব নিতে পারবেন না মারিও। গোয়ায় পৌঁছলেও কোয়ারেন্টিনে কয়েক দিন থাকতে হবে লাল-হলুদের নতুন হেডস্যারকে। আপাতত হেড কোচের দায়িত্ব সামলাবেন রেনেডি সিং। আগামী ৪ জানুয়ারি বাম্বোলিমে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।