সাড়ে তিন বছর পর ইতালি দলে সুযোগ পেলেন সুপার 'মারিও' বালোতেল্লি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এভাবেও ফিরে আসা যায়! এক সময়ের দুর্দান্ত ফরোয়ার্ড মারিও বালোতেল্লি নানা কারণে ফুটবলের মূলস্রোত থেকে ক্রমশ দূরে সরে যান। কিন্তু আবারও যেন সাঁতরে মূলস্রোতে ফিরে আসার চেষ্টা করছেন সুপার মারিও। আর এই ফেরার পথে পেলেন বড় সুযোগ।
২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের প্লেঅফসের জন্য ইতালির ৩৫ সদস্যের প্রস্তুতি শিবিরে মারিও বালোতেল্লিকে সুযোগ দিলেন কোচ রবার্তো মানচিনি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শেষবার ইতালি দলে সুযোগ পান বালোতেল্লি।
বর্তমানে তুরস্কের ক্লাব আদানা ডেমিরস্পোরে খেলছেন ৩১ বছর বয়সী মারিও বালোতেল্লি। তুরকিশ সুপার লিগে ১৮ ম্যাচে আটটি গোল করে ইতালির তিন দিনের এই শিবিরে সুযোগ পেয়েছেন বালোতেল্লি।
ইতালির হয়ে ৩৬ ম্যাচে ১৪টি গোল করেছেন বালোতেল্লি। তবে ২০১৪ বিশ্বকাপের পর কেবল তিনবার ইতালির হয়ে খেলতে পেরেছেন বালোতেল্লি।
এই শিবিরটি খুবই গুরুত্বপূর্ণ মানচিনির জন্য। উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে আগামী ২৪ মার্চ প্লেঅফ সেমিফাইনালে নামার আগে এটিই শেষ প্রস্তুতি শিবির হবে ইতালির।