এটিকে-মোহনবাগান ছেড়ে ব্রাজিলের ক্লাব ইসি টাউবাটেতে যোগ দিলেন মার্সেলিনহো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে এটিকে-মোহনবাগানের হয়ে দারুণ পারফর্ম করেছেন মার্সেলিনহো। ফলে আশা করা হয়েছিল, কোচ আন্তোনিও হাবাস তাকে আগামী মরশুমের জন্য রেখে দেবেন। কিন্তু বিদেশীর সংখ্যা আগের মত কমে যাওয়ায় মার্সেলিনহোকে ছাড়তে হত এটিকে-মোহনবাগানকে।
এবার নিজের দেশ ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইসি টাউবাটেতে যোগ দিলেন মার্সেলিনহো। শুক্রবার ব্রাজিলের এই ক্লাব নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর প্রকাশ করে। শুক্রবার যাবতীয় চুক্তিপত্রে সই করে ক্লাবের জার্সি পড়ে ছবি তোলেন মার্সেলিনহো।
এই নিয়ে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মার্সেলিনহো বলেছেন, "আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা আমার ফুটবলের উপর ভরসা রাখেন। আমার মরশুম এখন শেষ, আমি খেলছিলাম, তাই আমার প্রতি টাউবাটের ভরসা আমাকে আজ এখানে নিয়ে এসেছে। আমি ঘরের কাছে আছি, মানিয়ে নিয়েছি। আমি এখানকার খেলোয়াড়দের সাথে আলাপ করেছি।"
ইসি টাউবাটে সাও পাওলোর দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে খেলে, যা ক্যাম্পেওনাটো পাওলিস্তা সিরি আ এটু হিসেবে পরিচিত। আর সব চেয়ে অবাকের বিষয়ে, এই ক্লাবের ম্যাসকট হল একটি গাধা। এই মুহুর্তে লিগে একাদশতম স্থানে রয়েছে টাউবাটে।
এবারের আইএসএলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ওড়িশা এফসি থেকে এটিকে-মোহনবাগানে এসেছিলেন মার্সেলিনহো। মরশুমের শুরুতে যতটা খারাপ ফর্মে ছিলেন, সবুজ-মেরুণ শিবিরে এসে যেন ফুল ফুটিয়েছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু ভালো পারফর্ম করেও আগামী মরশুমের দলে জায়গা হল না ৩৩ বছরের এই মিডিওর।