এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ছেন ম্যানুয়েল ডিয়াজ, এলেন না অনুশীলনে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দেওয়াল লিখন একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে। এসসি ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে অব্যাহতি নিতে চলেছেন ম্যানুয়েল ডিয়াজ। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে।
আট ম্যাচে একটিও জয় নেই ইস্টবেঙ্গলের। গোল করলেও বাজেভাবে গোল হজম করছে লাল-হলুদ ব্রিগেড। খেলায় নেই কোনও পরিকল্পনা, কোনও দিকনির্দেশনা - আর এর জেরে ডিয়াজের বিদায় একপ্রকার নিশ্চিত ছিল।
জানা গিয়েছে, সোমবার রাতে ম্যানুয়েল ডিয়াজকে বিদায়ের রাস্তা একপ্রকার দেখিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এমনকি, মঙ্গলবার সকালে অনুশীলনেও আসেননি ডিয়াজ। ফলে স্প্যানিশ কোচের বিদায় কার্যত নিশ্চিত।
এদিকে এর জেরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন মৃদুল ব্যানার্জি ও রেনেডি সিং। তবে নতুন হেড কোচ আনার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে লাল-হলুদ ব্রিগেডে। কারণ নতুন কোনও কোচকে আনা হলে আইএসএলের করোনা বিধি অনুযায়ী ১০-১২ দিন আইসোলেশনে থাকতে হবে।
যদি আইএসএলের কোনও ফ্র্যাঞ্চাইজির বর্তমান কোচকে আনা যেতে পারে, যেভাবে এটিকে মোহনবাগান আনল জুয়ান ফেরান্ডোকে, তবেই এই আইসোলেশনের ঝামেলা পোহাতে হবে না লাল-হলুদ ব্রিগেডকে।