কলকাতা ডার্বি জিততে পারবে না এসসি ইস্টবেঙ্গল, দাবি লাল-হলুদের বিতাড়িত কোচ ম্যানুয়েল ডিয়াজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রিয়াল মাদ্রিদের ইউথ সিস্টেমের সাথে মিশে যাওয়া এক স্প্যানিশ কোচ, যিনি লুকাস ভাসকেজ, ক্যাসেমিরো, রড্রিগোর মত তারকাদের গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন, সেই ম্যানুয়েল ডিয়াজ আজ যেন অনেকের কাছে খলনায়ক।
চলতি মরশুমে এসসি ইস্টবেঙ্গলে ম্যানুয়েল ডিয়াজের আগমণে লাল-হলুদ সমর্থকরা ভেবেছিল, হয়ত এবার সাফল্য আসতে চলেছে। কিন্তু টানা ৮ ম্যাচে জয়হীন সফরের পর বিতাড়িত হন ডিয়াজ।
এবার সামনে কলকাতা ডার্বির দ্বিতীয় লেগ। প্রথম লেগে অসহায়ভাবে এটিকে মোহনবাগানের কাছে ০-৩ ফলে হারে ম্যানুয়েল ডিয়াজের ইস্টবেঙ্গল। এবার কি তার বদলা নিতে পারবে মারিও রিভেরার ইস্টবেঙ্গল?
সরাসরি স্পেন থেকে ম্যানুয়েল ডিয়াজের মুখে কিন্তু নেতিবাচকতাই রয়েছে ইস্টবেঙ্গলের পারফর্মেন্সের প্রতি। খেলা না দেখলেও লাল-হলুদ ব্রিগেডের ফলাফল খেয়াল রাখছেন ডিয়াজ। এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নানা কথা জানালেন প্রাক্তন হেডস্যার।
কলকাতা ডার্বির দ্বিতীয় লেগে কি জয় আনতে পারবে ইস্টবেঙ্গল? এই নিয়ে ম্যানুয়েল ডিয়াজ বলেছেন, "দেখা যায় খেলা কেমন গড়ায়। আমার মতে, ওরা পারবে না।"
রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘদিন যুক্ত থেকেও ঠিক কি কারণে ইস্টবেঙ্গলে সফলতা পাননি? এর জবাবে ডিয়াজ বলেছেন, "আমি ইতিমধ্যেই জানিয়েছি যে ইস্টবেঙ্গলের আইএসএলে প্রতিদ্বন্দ্বিতা করার মান নেই। ম্যানেজমেন্টই দায়ী এমন দল তৈরি করার জন্য। আমরা কেবল খেলোয়াড়দের দোষ দিতে পারি না।"
"আমি এই দলের বর্তমান কোনও খেলোয়াড়কে সই করাইনি। আমি কেবল দুজনের নাম সুপারিশ করেছিলাম, এক ড্যারেন সিডোয়েল, আর দ্বিতীয়জন হলেন আন্তোনিও পেরোসেভিচ। এই দলটির সেই গভীরতা নেই আইএসএলের মত শীর্ষস্থানীয় লিগে প্রতিদ্বন্দ্বীতা করার মত। দলটা খুব খারাপভাবে তৈরি হয়েছে। তার উপর, ছয়জন এমন বিদেশিকে বাছা হয়েছে যাদের আইএসএলের অভিজ্ঞতাই নেই। আমার হয়ত এই কাজে আসার আগে রবি ফাউলারের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল।"