এসসি ইস্টবেঙ্গল ছাড়লেন কোচ ম্যানুয়েল ডিয়াজ ও অ্যাঞ্জেল গার্সিয়া, অন্তর্বর্তী কোচ ঘোষিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত ঘোষণা। এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন হেড কোচ ম্যানুয়েল ডিয়াজ ও তার সহকারী অ্যাঞ্জেল পুয়েব্বলা গার্সিয়া।
এদিকে ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সহকারী কোচ রেনেডি সিং। নতুন হেড কোচ না আসা অবধি আপাতত লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব সামলাবেন।
এই নিয়ে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার বলেছেন, "আমরা জোসে (ম্যানুয়েল ডিয়াজ) ও অ্যাঞ্জেলকে চলতি মরশুমে তাদের অবদান ও দলের প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি দুজনকে তাদের আগামী কাজের জন্য শুভেচ্ছা জানাতে চাই।"
এসসি ইস্টবেঙ্গলের আগামী ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আগামী ৪ জানুয়ারি বাম্বোলিমে এই ম্যাচ খেলা হবে।