সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলকে নিয়ে একাধিক প্রশ্নে বিরক্তি প্রকাশ হায়দ্রাবাদ এফসির কোচ মানোলো মার্কেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে লিগ টেবিলের শেষে থাকা এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে দুরন্ত ফর্মে থাকা হায়দ্রাবাদ এফসি। স্বাভাবিক অর্থে, কোনও ম্যাচের আগে দলের কোচ তার প্রতিপক্ষকে নিয়ে কোনও না কোনও বার্তা দিয়েই থাকেন।
কিন্তু হায়দ্রাবাদ এফসির কোচ মানোলো মার্কেজ ইস্টবেঙ্গলকে নিয়ে সেভাবে কথা বলতে চান না। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলকে নিয়ে একাধিক প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন মানোলো। বরং নিজের দলকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে চান স্প্যানিশ কোচ।
এই বিষয়ে মানোলো মার্কেজ বলেছেন, "আমি হায়দ্রাবাদ এফসির কোচ। সব প্রশ্নই ইস্টবেঙ্গল কেন্দ্রিক। আমি ওদের কোচ নই। আমি ওদের অনেক সম্মান করি। আমি বলতে পারি ওরা অনেক দেরিতে মরশুম শুরু করেছে। ওরা একেবারে শেষে নিজেদের খেলোয়াড়দের সই করিয়েছে যখন বাকি দলগুলি নিজেদের দলগঠন প্রায় শেষ করে ফেলেছে। আমি কোচকে চিনি। ব্যস এটুকুই। কিন্তু আমি হায়দ্রাবাদ এফসির কোচ।"