প্রথম পর্বের হারের দুরন্ত বদলা, পিএসজিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি - ২ (রাহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল জেসুস)
পিএসজি - ১ (কিলিয়ান এমবাপ্পে)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম পর্বে প্যারিসে সুযোগ নষ্টের জেরে জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। তবে এবার ঘরের মাঠে সেই সুযোগ হাতছাড়া করেনি পেপ গুয়ারদিওলার ছেলেরা। পিএসজিকে দাপটের সাথে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করল সিটি।
তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে ছাড়া নামলেও প্রথমার্ধে বেশ আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার সিটি। রড্রির দুরন্ত হেডার বাঁচিয়ে নেন ডিফেন্ডার প্রেস্নেল কিম্পেম্বে। এছাড়া ৩০ মিনিটে ইকে গুন্ডোগানের শট পোস্টে লাগে।
তবে দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে গোল করে এগিয়ে যায় প্যারিস। লিওনেল মেসির দুরন্ত কাট ব্যাকে বল পেয়ে গোল করে অরক্ষিত থাকা কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজির লিড ১২ মিনিট অবধিই স্থায়ী থাকে, ৬২ মিনিটে রাহিম স্টার্লিং ফার পোস্টকে লক্ষ্য করে সুন্দর প্লেসিং করে গোল করেন।
এদিকে নেইমার ১৮ গজের মধ্যে সুন্দর সুযোগ পান গোল করার, কিন্তু তা মিস করেন। আর শেষে ৭৬ মিনিটে বার্নার্ডো সিলভার সুন্দর পাসে প্রথম টাচেই গোল করেন গ্যাব্রিয়েল জেসুস।
আর এই জয়ের জেরে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠল ম্যানচেস্টার সিটি। এদিকে আরবি লিপজিগের কাছে ক্লাব ব্রুজ বাজেভাবে হারায় দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করল পিএসজি।