রিয়াল মাদ্রিদ ভাগ্যের জোরে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে! দাবি ম্যান সিটি প্রধানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২১-২২ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অনবদ্য লড়াই করে খেতাব জিতেছে রিয়াল মাদ্রিদ। এবং এই জয়ের পথে একাধিক হেভিওয়েট ক্লাবকে হারিয়েছে রিয়াল, যার মধ্যে ছিল ইংরেজ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে।
বছরের পর বছর সিটি প্রচুর অর্থ খরচ করে দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়দের সই করে, কিন্তু ইউরোপে সাফল্য অধরাই থেকে যায় পেপ গুয়ারদিওলার দলের। এবং ম্যান সিটি চিফ এক্সেকিউটিভ ফেরান সোরিয়ানো মনে করেন, স্রেফ ভাগ্যের জোরে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল।
এই নিয়ে এক পডকাস্টে সোরিয়ানো বলেছেন, "চ্যাম্পিয়ন্স লিগটি একমাত্র ট্রফি যেটি আমরা চাই, কিন্তু আমরা জানি যে এটি ভাগ্যের ব্যাপার এবং আমরা এই নিয়ে চিন্তিত নই। আজকাল লোকে বলছে বিগত কয়েক বছরে মাদ্রিদ যে সাফল্য পেয়ে এসেছে, এবং আমার মনে হয় সত্যি বলতে গেলে ওরা ভাগ্যবান। হয়ত আমি বলতে পারি যে ওদের পিএসজি, চেলসি, আমাদের কিংবা লিভারপুলের বিরুদ্ধে হারা উচিত ছিল।"
বলা বাহুল্য, নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ পিএসজি, চেলসি ও সিটির বিরুদ্ধে পিছিয়ে ছিল। কিন্তু শেষ অবধি লড়াই করে জিতে যায় লস ব্ল্যাঙ্কোসরা।
এরপর সোরিয়ানো উল্লেখ করেন, ৮০ ও ৯০ এর দশকে রিয়াল মাদ্রিদেরও খারাপ ভাগ্য ছিল, যদিও সেই সময়ে তাদের দল ছিল দুর্দান্ত। এই নিয়ে সোরিয়ানো বলেন, "লোকের মনে নেই ৮০ ও ৯০ দশকে রিয়ালের দুর্দান্ত দল ছিল, ইতিহাসের অন্যতম সেরা, যেখানে এমিলিও বুত্রাগুয়েণো ও লা কুইন্তা ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা জিততে পারেনি। মিলান প্রতি বছর তাদের এলিমিনেট করত। তাই এখন ওরা ভাগ্যবান হলেও, এর আগে অনেক বছর তারা দুর্ভাগ্যের শিকার হয়েছে।"