গোয়ার বিরুদ্ধে জিতে উচ্ছ্বসিত লিস্টন কোলাসো, ভাবেননি এভাবে হবে গোলটা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই ম্যাচ পরপর জিতে এটিকে মোহনবাগান আবারও ছন্দে ফিরেছে। প্রথমে নর্থইস্ট ইউনাইটেড, আর বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। আর এই জয়ের মূখ্য ভূমিকা রেখেছেন লিস্টন কোলাসো। বুধবার গোয়ার বিরুদ্ধে দুরপাল্লার এক দর্শনীয় গোল করেন তিনি।
আপাতত পাঁচ গোল করে ফেলেছেন টুর্নামেন্টে, এই পরিস্থিতিতে লিস্টনের মতে, গোয়ার বিরুদ্ধে গোলটি সেরা। এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কোলালো বলেছেন, "অনেকে বলছে যে বুধবার আমার গোলটি বিশ্বমানের এবং এই গোলটি এই বছরের আইএসএলের সেরা গোলগুলির মধ্যে পড়বে। কিন্তু সত্যিটা হল, আমি গোলে লক্ষ্য করে বল মেরেছিলাম। আমি ভাবতে পারিনি বলটা এতটা বাঁক নেবে।"
"গোলটা টিভিতে বারবার দেখানো হয়েছে। হোটেলে ফিরে আমি গোলটা দেখে অনেক উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমার মনে হয় পাঁচ গোলের মধ্যে গোয়ার বিরুদ্ধে গোলটিই সেরা। আমি নিয়মিত দুরপাল্লার শট অনুশীলন করি। হয়ত তার সুবিধাও আমি পেয়েছি। আমি এই গোলটা আমার মাকে উতসর্গ করতে চাই।"
পুরোনো দল এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন লিস্টন। এই নিয়ে তিনি বলেছেন, "ম্যাচের আগে আমার প্রাক্তন দলের বিরুদ্ধে অনেক উত্তেজনা ও আবেগ আমার মাথায় ছিল। আমি প্রতি ম্যাচে গোল করতে চাই। আমার পরিবার গোয়ায় আমার ম্যাচ নিয়মিত দেখেন। আমি আমার গোলে খুশি এবং এটি আমি উপভোগ করছি। পুরোনো দলের বিরুদ্ধে গোল করার আবেগ আলাদাই। আমি আরও বেশি খুশি হয়েছি যখন আমরা গোয়ার বিরুদ্ধে জিতেছি।"
আগামী পরিকল্পনা নিয়ে কোলাসোর বার্তা, "আমাদের লক্ষ্য হল এক একটি ম্যাচ ধরে চলা। আমরা আবারও প্রথম চারে এসেছি। রয় কৃষ্ণার গোলও খুব ভালো হয়েছে। ও আবার গোল করতে শুরু করেছে। এটা ভাল দিক। রয় একজন অসামান্য ফুটবলার। ওকে আদর্শ মানা হয়। আমাদের এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। এটি একটি লম্বা লিগ। জেতার ধারাটা বজায় রাখতে হবে। জেতার পরেও, আমাদের ম্যাচে একাধিক ভুল রয়েছে। এর পরের ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে। এটি একটি শক্তিশালী দল। আমাদের আরও সতর্ক করতে হবে।"