নর্থইস্টের বিরুদ্ধে জয়ে খুশি হলেও নিজের ও দলের পারফর্মেন্সে সন্তুষ্ট নন লিস্টন কোলাসো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চারটি ম্যাচের পর আবারও জয়ে ফিরল এটিকে মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেডকে থ্রিলার ম্যাচে হারিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। নতুন কোচ জুয়ান ফেরান্ডোর অধীনে অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে এটিকে মোহনবাগান, বিশেষ করে লিস্টন কোলাসো।
নর্থইস্টের বিরুদ্ধে সমতা ফেরান কোলাসো, এছাড়া গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেছিলেন গোয়ার এই তারকা উইঙ্গার। এবার সামনে এফসি গোয়া। এই গোয়া দলে নিজের উত্থান ঘটিয়েছিলেন কোলাসো, ফলে পুরোনো ক্লাবের বিরুদ্ধে গোল করতে মুখিয়ে রয়েছেন তিনি। এটিকে মোহনবাগান মিডিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের জবাব দিলেন কোলাসো।
নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে জয় নিয়ে কোলাসো বলেছেন, "একটানা পয়েন্ট নষ্ট হওয়ার স্বাভাবিকভাবে চাপ তৈরি হয়েছিল ড্রেসিংরুমে। আমরা সেটিকে অতিক্রম করেছিল নর্থইস্ট ম্যাচে। নতুন কোচ নর্থইস্ট ম্যাচে কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। আমরা সেটির কিছুটা ব্যবহার করতে পেরেছি।"
ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার ও গোল করেও খুশি নন কোলাসো। তিনি বলেছেন, "আমি আমার প্রথম ম্যাচ অফ দ্য ম্যাচ পুরষ্কার সবুজ-মেরুণ জার্সির সতীর্থদের উৎসর্গ করতে চাই। যদিও, আমি একটি গোল করে কিংবা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সন্তুষ্ট নই কারণ আমি এবং আমার দল, অসংখ্য গোলের সুযোগ মিস করেছে। আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। প্রতিপক্ষ দলও গোল করেছে। এটিও চিন্তার কারণ। কিন্তু নতুন কোচ অবশ্যই সেগুলি দেখেছেন। আমরা নিশ্চয়ই একটি পরিকল্পনা তৈরি করব এই সমস্যাগুলি দূর করার জন্য। উনি আমাদের বলবেন কি করতে হবে। এখন আমাদের লক্ষ্য হল এক একটি ম্যাচ ধরে চলা এবং প্লে অফস সুনিশ্চিত করা।"
পরের ম্যাচ এফসি গোয়ার সাথে, সেই ম্যাচ নিয়ে কোলাসো বলেছেন, "আমাদের হাতে কিছু সময় রয়েছে। এফসি গোয়া খুবই পুরোনো দল। আমাদের ওদের বিরুদ্ধে গোল করতে হবে। আমার পরিবারও ম্যাচটি দেখেছে। ওরাও চায় গোয়ার বিরুদ্ধে আমায় গোল করতে। আমি আমার সেরাটা দেব। আমায় গোল করতে হবে। রয় কৃষ্ণা, হুগো বৌমোস অনেক ভালো পাস দিচ্ছে। আমি ওদের সাথে খেলাটা উপভোগ করছি।"
সব মিলিয়ে, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে হুগো-রয়ের সাথে লিস্টন কোলাসোর পারফর্মেন্সও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।