রেকর্ড সপ্তমবার ব্যালন ডি অর জিতলেন লিওনেল মেসি, পুরষ্কার মঞ্চে বার্সিলোনার জয়জয়কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এমনটা যেন হওয়ারই ছিল। দুর্ধর্ষ রেকর্ড ও ফর্মে থাকা রবার্ট লেওয়ানডস্কিকে টপকে রেকর্ড সপ্তমবারের জন্য ব্যালন ডি অর খেতাব জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৩৪ বছরের এই সুপারস্টার গত জুলাই মাসে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ট্রফি জিতিয়েছেন।
এদিকে মহিলা ব্যালন ডি অর পুরষ্কার পেয়েছেন এফসি বার্সিলোনা ফেমেনির অধিনায়িকা অ্যালেক্সিয়া পুটেয়াস। বার্সার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পুটেয়াস। ৪২ ম্যাচে ২৬ গোল করেছেন এবং উয়েফা বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন।
এদিকে ব্যালন ডি অর না পেলেও সান্ত্বনা পুরষ্কার হিসেবে বর্ষসেরা স্ট্রাইকারের পুরষ্কার পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। এছাড়া লেভ ইয়াশিন ট্রফি হিসেবে সেরা গোলকিপারের খেতাব জিতেছেন ইউরো কাপ জেতা ইতালীয় খেলোয়াড় জিয়ানলুইগি ডোনারুম্মা। আর সেরা যুব খেলোয়াড় হিসেবে কোপা ট্রফির সম্মান পেয়েছেন এফসি বার্সিলোনার পেদ্রি।
এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার ফলে বর্ষসেরা ক্লাবের খেতাব জিতেছে চেলসি ফুটবল ক্লাব।