আর্জেন্টিনার দুই বিশ্বজয়ী সতীর্থকে বার্সেলোনায় দেখতে চান মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পিএসজির সাথে লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন। আর তার পরেই জানা যাবে মেসির পরবর্তী ক্লাব কোনটি? এই বিষয় ইতিমধ্যে বিশ্ব জুড়ে বেশ কিছু গুজব ছড়িয়েছে।
ফুটবল মহলের এক পক্ষ মনে করছে লিওনেল মেসি ফিরে আসবে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনাতে। অন্যদিকে শোনা যাচ্ছিল যে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন লিওনেল মেসি। আল হিলালের তরফে মেসিকে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো চুক্তি অফার করা হয়েছিল।
আরও পড়ুন- টিকিটের হাহাকার! আইপিএল ফাইনাল দেখতে মরিয়া হাজার হাজার ক্রিকেট ভক্তরা
তবে খবর অনুযায়ী মেসি তাঁর প্রাক্তন ক্লাবেই ফিরে যেতে চলেছেন। সম্প্রতি মেসির বাবা এবং আল হিলাল ক্লাব মেসির সৌদি আরবে আসার খবর নাকোচ করেছে।
অন্যদিকে শোনা যাচ্ছে যে, বিশ্বজয়ী মেসি চান তাঁর আর্জেন্টিনা দলের দুই সতীর্থকে যেন সই করায় বার্সেলোনা। এই দুই ফুটবলারের মধ্যে একজন হলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি বর্তমানে জুভেন্তাস দলের হয়ে খেলেন। তবে মরশুম শেষে জুভেন্টাসের সাথে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে।
ডি মারিয়া ছাড়াও লিয়ান্দ্রো পারেদেসকে বার্সেলোনায় চান মেসি। পারেদেস বর্তমানে পিএসজি থেকে লোনে জুভেন্টাসের হয়ে খেলছেন। তবে খবর অনুযায়ী তিনি মরশুম শেষে প্যারিস ফিরতে চান না।
সব মিলিয়ে মেসির দুই জাতীয় দলের সতীর্থকে আগামী মরশুমে বার্সেলোনায় দেখা যেতে পারে। আর এই বিষয়টি থেকে আরও নিশ্চিত হওয়া যায় যে মেসি ফিরছেন তাঁর প্রাক্তন ক্লাব বার্সেলোনাতেই।